ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
মাষ্টার্স শেষ করেছি 2001-এ। চাকরী বয়সও 05 বছর শেষ। এখন আবার পড়ার ইচ্ছা তৈরী হল। তাই একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ(এক্সিকিউটিভ)-এ ভর্তি। সবই ঠিক, কিন্তু সমস্যা বাদলো ক্রেডিট নিয়ে।
আমার এ কোর্সেও সবার'ই 48 ক্রেডিট। কিন্তু কালকে আমাকে হঠাৎ ঐ ইউনিভার্সিটির প্রশাসনিক অফিস থেকে ফোন করল, আপনি ইউনিভার্সিটিতে আসুন। আমাকে জানাল আপনার যেহেতু এম.কম করা আছে, তাই আপনি 36 ক্রেডিট সম্পন্ন করলেই হবে। দ্বিধাদ্বন্দে আছি। 36 ক্রেডিট সম্পন্ন করলে যদি আমার এ কোর্সের গ্রহণযোগ্যতা কমে যায়।
কেউ কি এ বিষয়ে হেলপ করতে পারবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।