আমাদের কথা খুঁজে নিন

   

আইবিএ এমবিএ এর প্রস্তুতি

আইবিএ'র এমবিএ তে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে আমার নিজের অভিগ্গতা শেয়ার করছি। ২০১০ সালের মে মাসে জিআরই পরীক্ষা দিয়েছিলাম । স্কোর মোটামুটি ভালোই ছিলো, কিন্তু বাবা মা ছেড়ে অনেক দুরদেশে যেতে মন টানলোনা বিধায় চিন্তা করছি আইবিএ'র এমবিএ তে ভর্তি পরীক্ষা দিয়ে দেশে থাকার একটা পাকাপোক্ত ব্যবস্থা করি। সেই থেকেই এ লেখা। আমি আমার নিজের কথাই শুধু বলছি জিআরই এর পড়ার চেয়ে আইবিএ'র এমবিএ তে ভর্তি পরীক্ষার পড়া আমার কাছে অনেক সহজ মনে হয়।আমি Saifur's Vocabulary, Saifurs Geometry, Saifurs Math, Saifurs Analytical Puzzle, Saifurs learning manual 1 for MBA Addmission, MBA Addmission Guide, Previous Questions of IBA MBA ইত্যাদি সহ আগের Barrons থেকে ওয়ার্ড গুলো পড়ছি। কিন্তু তবুও কেমন জানি ভরসা পাইতেছিনা। কেউ যদি একটু আওয়াজ দেন আর কি কি বাকী থাকলো তাহলে সব মিলিয়ে প্রস্তুতির বিষয়ে একত্রে একটা পোষ্ট দিব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৯৭ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।