আমাদের কথা খুঁজে নিন

   

পোকামানব বলে সাব্বিরের চোখ খারাপ...আমি বলি সাব্বির তো অন্ধ হয়ে গিয়েছে

ঘুমিয়ে পড়ার আগে......

গত কয়েকদিন ধরে পেপার টা খুলে এক ধরণের মজা অনুভব করি। অনেক অনেক মজার মজার খবর পাওয়া যাচ্ছে । দুনর্ীবাজ রা কে কি ভাবে ধরা পরল,কে হিসেব দিল,কে দিল না...অনেক মজা পাই এগুলো পড়ে.......[গাঢ়]কিন্তু কেন জানি মজা পায় না সাদা মনের মানুষ দের নিয়ে লেখা গুলো পড়ে। যারা মানুষের অগোচরে মানুষের জন্য কাজ করে চলেছে। ঐ লেখা গুলো পড়ার আগ্রহ হয় না একদম।

[/গাঢ়] বাসার সামনে পানির জন্য নতুন রিজারভার বানানো হচ্ছে। আমি খুব মনোযগোর সাথে মিস্ত্রী দের দিকে লক্ষ্য রাখি যেন তারা কাজের মাঝে ফাঁকি দিতে না পারে। আমার বিশ্বাস হয় না যে তারা সৎ ভাবে কাজ করতে পারে। ......[গাঢ়]ঠিক একই ভাবে কেউ হয়ত মানুষের জন্য, দেশের জন্য কোন ভাল কাজ করতে যাচ্ছে ,আর আমি তার মাঝে খুঁজছি......[/গাঢ়] ভাত খেতে বসে যতটুকু মনযোগ দি না ভাত খাওয়ার দিকে তার থেকে বেশি মনযোগ দি ভাতের মাঝে ধান বা চুল খুঁজার মাঝে। একটা ধান বা চুল পেলেই তো কাজের লোকটার উপরে ঝাল ঝারা যাবে।

[গাঢ়]সে যে প্রতিদিন কষ্ট করে আমাদের জন্য কাজ করে চলেছে সে দিকে আমার খেয়াল ই হয় না। ঠিক একই ভাবে কেউ হয়ত মানুষের জন্য ,দেশের জন্য অক্লান্ত পরীশ্রম করে চলেছে আর আমি তার মাঝে খুঁজছি.....[/গাঢ়] পরীক্ষার হলে দেখি অনেকেই আমার আগে লুস সিট নিচ্ছে,আর আমি মনে মনে চিন্তা করি সে তো বড় বড় অক্ষর আর ফাঁক ফাঁক করে লেখে তাই কাগজ নিচ্ছে। [গাঢ়]আমার এই চিন্তা আসে না যে সে আমার থেকে অনেক বেশি পরীশ্রম করেছে,সে আমার থেকে অনেক বেশি যোগ্য। ঠিক তেমনি ভাবে জীবনে চলার পথে কেউ আমার থেকে আগে গেলেই আমি চিন্তা করি সে কিছু একটা.......[/গাঢ়] ঐ দিন আগুন লাগল,এই খবর দেখে আমি বলে উঠলাম আল্লাহর আজাব পড়েছে,চার জন মানুষ মারা গেল আমার চোখেই পড়ল না। সৃষ্টিকর্তার আলোচনা হলেই আমার মজা লাগে মানুষের সামনে তার আজাবের কথা,কঠিন শাস্তির কথা গুলো বলতে।

[গাঢ়]তিনি যে দয়ালু,মাফ করেন,তার সৃষ্টি কে ভালবাসেন তার কথা আমি একদম ভুলে যায়। [/গাঢ়] আর ব্লগে আমার ইচ্ছে করে না পাওয়ার কথা,হতাশার কথা,দুনর্ীতিবাজদের কথা লিখতে..... [গাঢ়]সাদা মনের মানুষ দের কথা লিখতে ইচ্ছে করে না,ইচ্ছে করে না আশার কথা লিখতে,পাওয়ার কথা লিখতে .....[/গাঢ়] [গাঢ়]কবে যে সাদা মনের মানুষ,ভাল কাজ,ভাল চিন্তা গুলো দেখা থেকে আমি অন্ধ হয়ে গিয়েছি টের ই পেলাম না[/গাঢ়].....এখন শুধু মজা লাগে কালো মনের মানুষ ,আর কালো কাজের কথা আলোচনা করতে। আমার মনটা ও যে কালো হয়ে গিয়েছে। উপরের ছবি টার মত সামান্য কিছু এখনো সাদা রয়েছে হয়ত..... আর লম্বা করলাম না,গ্রাউন্ডেই খেললাম ,তুলে মারলে ক্যাচ হয়ে যেতে পারে.... --------------- কাল দ্্বিতীয় টা দিলাম , ভালই হলো তো মনে হয়েছিল .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।