http://www.myspace.com/423882880/music/songs/31785002
1/ বিএসইসি ভবনের সিঁড়ি ও লিফট কোনোটাই স্বাভাবিক সময়েই ওঠা নামার জন্য অনুকূল ছিল না। কেন?
2/ বহুতল ভবনের জন্য জরুরি কোনো ফায়ার এসকেপ রুটও ছিল না। কেন?
3/ অভ্যন্তরীণ অগি্ননির্বাপণ ব্যবস্থাও ছিল না এ ভবনে অবস্থিত কোনো অফিসেই। কেন?
4/ আগুন বা ভূমিকম্পের মতো দূর্যোগে কি করে নিজেকে এবং পাশের সহকমর্ী বা বন্ধুটিকে রক্ষা করতে হয় তার জন্য ছিল না ফায়ার ড্রীল অনুশীলন। কেন?
5/ আগুনে অফিস বন্দী অনেকেই অচেতন হয়ে যায়। অনেকেই ওড়না ও টাওয়েল ভিজিয়ে নাক মুখ চেপে ধরে শ্বাস-প্রশ্বাস সচল রাখেন। অভ্যন্তরীণ ভাবে আগুন নেভানো কোনো ব্যবস্থা ছিল না। কেন?
6/ সকাল 10 টার দোতলার আগুন কিভাবে 12টায় নয়-দশ তলায় পৌছেঁ যায়?
বিঃদ্রঃ আমরা জেনেছি, এনটিভি ও আর টিভি কর্তৃপক্ষ 2 থেকে 6 মাসের মধ্যে পুরোদ্যমে সম্প্রচারে যাবেন। এই সময়ের মধ্যে আমরা কি প্রশ্নগুলোর উত্তর পাবো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।