মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
মস্তিষ্কের খুপরিতে বাসা বেঁধেছে
চাক ভেঙ্গে বেরিয়ে আসা বিদ্রোহী মৌ এর দল
এদের সরানো বড় সোজা নয়
বেশী দিন থাকলে মস্তিষ্কই দাবী করে বসবে তামাদী বলে;
তামাদী করতে নেই কখনো প্রেম তাই,
কারও অধিকারে যাবার আগে উদ্ভাসিত হতে হয় আপন আয়নায় বারবার।
* ছবিটি পোস্ট সিক্রেট থেকে নেওয়া। যেখানে কারিগর এর নাম গোপন থাকে। সাতবার প্রেমে পড়া মানুষ নিশ্চিত ভাবেই ভাগ্যবান এবং দূর্ভাগা; আরোহন এবং অবরোহন দুভাবে দেখলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।