আমাদের কথা খুঁজে নিন

   

79তম একাডেমী অ্যাওয়ার্ড

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

25 ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হচ্ছে 79তম একাডেমী অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান। অস্কার রজনী উপলক্ষে সাজ সাজ রব পড়ে গেছে। কোডাক থিয়েটারকে সাজানো হয়েছে জমকালোভাবে। এবারে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এলেন ডিজেনার্স। এই প্রথম তিনি অস্কারের মতো জমজমাট একটি অনুষ্ঠান উপস্থাপন করছেন।

এবারের সম্পূর্ণ অনুষ্ঠানটির প্রযোজনা করছেন লরা জিসকিন। 23 জানুয়ারি 2007 এবারের একাডেমী অ্যাওয়ার্ডের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে নমিনেশন ঘোষণা করা হয়। একাডেমী অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর প্রেসিডেন্ট সিড গেনিস এবং অভিনেত্রী সালমা হায়েক একাডেমীর বেভারলি হিল কোয়ার্টারে অবস্থিত স্যামুয়েল গোল্ড উইন থিয়েটারে নমিনেশন ঘোষণা করেন। এবারের 79তম অস্কারে সর্বাধিক আটটি নমিনেশন পেয়েছে মিউজিকাল মুভি ডৃমগার্লস। অস্কারের ইতিহাসে ডৃমগার্লস বেস্ট পিকচারের নমিনেশন ছাড়াও সর্বাধিক নমিনেশন পেয়েছেন।

সাতটি নমিনেশন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাবেল মুভিটি। এ বছর বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটেগরির নমিনেশনে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। বিভিন্ন দেশ থেকে এ ক্যাটেগরিতে মুভি জমা পড়েছে। বাংলাদেশ থেকে নিরনত্দর মুভিটি অস্কারে লড়ার জন্য গিয়েছিল এবার। তবে শর্ট লিস্টেড তালিকায় স্থান করে নিতে পারেনি।

এ বছর চমকে দিয়েছেন দীপা মেহতা ওয়াটার মুভির মাধ্যমে। তিনি তার এ মুভিটি ইনডিয়ায় রিলিজ দিতে পারেননি উগ্র হিন্দুত্ববাদীদের জন্য। অবশেষে তিনি ওয়াটার মুভিটি কানাডায় রিলিজ দেন। এ মুভিটি কানাডা থেকে সেরা বিদেশি ভাষার মুভি হিসেবে অস্কার মনোনয়নে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে। এবারের অস্কার রজনীতে কি কি হবে, আর কে কে পাবে অ্যাওয়ার্ড_ এ নিয়ে পৃথিবী জুড়ে লোকজনের আলোচনা-সমালোচনার কমতি নেই।

সবাই প্রতীৰার প্রহর গুনছেন চূড়ানত্দ ফলাফল জানতে। এ বছরের অস্কার অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রেজেন্টার রয়েছেন। তারা হলেন টম হ্যাঙ্কস, জর্জ কুনি, ক্যামেরম্নন ডায়াজ, টম ক্রুজ, জন টাভোল্টা, জেনিথ প্যালট্রো, নিকোল কিডম্যান, বেন অ্যাফলিক, জেনিফার লোপেজ, রিচ উইদারস্পুন, টবি ম্যাগুয়ার, কুইন লতিফাহ, জুডি ফস্টার, কৃস্টেন ডানস্ট, উইল ফেরেল, পেনিলোপ ক্রুজ, হাগ জ্যাকম্যান, ডেনি কিটন, কেট উইন্সলেট, কেট বস্নানচেট, জেসিক বেল, অ্যামি হেদাওয়ে, জেক বস্ন্যাক, রাসেল ওয়াইজ, ডেনিয়েল ক্রেইগ ও স্টিভ কেরেল। এছাড়া অস্কারের অনুষ্ঠানের জন্য আরো বেশ কিছু মিউজিকাল পারফর্মার রয়েছেন। তারা সুরের মূর্ছনায় মাতিয়ে দেবেন অস্কার রজনীতে উপস্থিত সবাইকে।

এরা হলেন বিয়ন্স, মেলিসা এফিরিজ, জেনিফার হাডসন, রেন্ডি নিউম্যান ও জেমস টেইলর। 79তম অস্কারের জন্য আরো কিছু গুরম্নত্বপূর্ণ তথ্য হলো এবার মোট ভোটিং মেম্বার 5,830। নমিনেশনের জন্য গ্রহণযোগ্য মুভির সংখ্যা ছিল 306। এবার বিদেশি ভাষার মুভি জমা পড়েছে 61টি। কোডাক থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে 79তম অস্কারের চূড়ানত্দ ফলাফল।

আর পৃথিবীব্যাপী মানুষ জেনে যাবে সেরা মুভি, সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের সম্বন্ধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.