আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৌশলের কৌশল

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন এগিয়ে আসছে ভর্তিযুদ্ধ। অন্য যেকোনো ভর্তি পরীক্ষার তুলনায় বুয়েটে ভর্তি পরীক্ষায় একটু বেশিই প্রতিযোগিতা হয়। ২০১২ সালের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন মেধাবী নাফিস ইরতিজা, রজত চক্রবর্তী ও রিপন কুমার রায় এবারের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দিলেন কিছু পরামর্শ। ‘তোমরা এখন যে সময়টা পার করছ, সেই সময়টা তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ের প্রতিটি মুহূর্তকে তাই গুরুত্বসহকারে অনুধাবন করো।

প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করো। ’ কথা শুরু করলেন নাফিস। তাঁকে সঙ্গ দিতে কথার পিঠে কথা জুড়ে দিলেন রজত, ‘যতই বলি না কেন ভয় কোরো না, আসলে এই সময়টায় মনে একটু ভয় কাজ করেই। মনে হয়, যা পড়ছি, সব ভুলে যাচ্ছি। ’ রজতকে সমর্থন দিয়ে কথা শুরু করেন রিপন, ‘বিশেষ করে রসায়ন দ্বিতীয় পত্র।

এ বিষয়ের অনেক বিক্রিয়া ও সংকেত আছে, যা সহজে মনে থাকতে চায় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ’ রিপনকে থামিয়ে আবার তৃপ্ত শুরু করেন, ‘আমারও একই অবস্থা ছিল। আমি সে জন্য রসায়নের বিক্রিয়া ও সংকেতগুলো বারবার পড়তাম। পদার্থবিজ্ঞান আর গণিতও বেশি বেশি অনুশীলন করতাম।

কারণ, এ দুটি বিষয়ের সূত্রগুলোও মনে থাকতে চাইত না। ’ গল্প-কথা-আড্ডায় স্মৃতিচারণা চলছে তিন মেধাবীর। এই তো মাত্র এক বছর আগের কথা। বুয়েটে ভর্তির জন্য কী কঠোর অধ্যবসায়ই না করেছেন তাঁরা! অধ্যবসায় বিফলে যায়নি। নাফিস ও রিপন এখন পড়ছেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে আর রজত পড়ছেন তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.