আজ সকাল দশটার দিকে রুয়েটে শহীদ লেঃ কর্ণেল সেলিম হলের প্রভোষ্টের রুমের পাশের একটি পরিত্যক্ত রুমে (স্টোর রুমও বলা যেতে পারে) একটি বোমা পাওয়া গেছে।বোমাটি ককটেলের চেয়ে সামান্য বড়। হলের ডাইনিং এর লোকেরা প্রমথ বোমাটা দেখতে পায়। হল প্রভোষ্ট ও ছাত্র কল্যাণ পরিচালক এসে পুলিশে খবর দেয়ার পরে পুলিশ এসে বোমাটা নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু রুমটা সবসময় তালাবদ্ধ থাকে, সেহেতু বোমাটা ওখানে আসলো কিভাবে? রুমের চাবিটা হল কতৃপরে কাছে থাকার কথা, তাহলে যে বোমাটা রেখেছে তার কাছে নিশ্চয়ই আরও একটা চাবি আছে। রুয়েটের সাধারণ ছাত্রদের ধারণা বোমাটা অনেক আগেই ওখানে রাখা হয়েছিল; ফাটানোর উদ্দেশ্যে নয়, লুকিয়ে রাখার জন্য। আরও একটি কথা শোনা যাচ্ছে তবে তার কোন সত্যতা এখনো পাওয়া যায়নি তা হল, কোন কোন ছাত্রনেতাকে মাঝে মাঝে ওই রুমটি ব্যবহার করতে দেখা গেছে মটর সাইকেল রাখার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।