স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
কর্ম
[গাঢ়] কর্ম: [/গাঢ়] > করমু। অর্থাৎ এখন নয় পরে করিব। (কূর্ম {কচ্ছপ} অবতারের তাৎক্ষণিক {!} সিদ্ধান্ত)। কাজের ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যতে কিছু করা হবে বলে বর্তমানে যা স্থগিত রাখা হয় তাহাই কর্ম। গীতা বলেছেন, ফল লাভের আশা ব্যতিরেকে যা করা হয় তাহাই কর্ম। আসলে হবে ফল লাভের আশা করে যা না-করা হয় তাই কর্ম।
সূত্র: ছুটির দিনে, প্রথম আলো, আনুমানিক 2000
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।