আমাদের কথা খুঁজে নিন

   

ইপিএলে মরিনিয়োর চেলসির প্রথম হার

এভারটনের মাঠ গুডিসন পার্কে মরিনিয়োর দলের সর্বনাশ স্টিভেন নাইসমিথের মাধ্যমে। বিরতির ঠিক আগে হেড থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন তিনি। ২৭তম জন্মদিনে নিজেকে এর চেয়ে ভালো উপহার আর দিতে পারতেন না এই স্কটিশ স্ট্রাইকার! হেরে যাওয়ায় গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও রানার্স-আপ ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলার সুযোগ নষ্ট করলো চেলসি। চার ম্যাচ থেকে তিন দলেরই ৭ পয়েন্ট হলেও গোল গড় ম্যান সিটিকে চতুর্থ, ম্যান ইউকে পঞ্চম ও চেলসিকে ষষ্ঠ স্থানে রেখেছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান সবার ওপরে। সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় টটেনহ্যাম হটস্পার দ্বিতীয় ও লিভারপুল তৃতীয় স্থানে আছে। লিভারপুল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।