মিডিয়া
নাম ভেবেছিলাম থার্ডআই। দুইটা মানুষের নিজের চোখ অন্যটা ক্যামেরার চোখ বা শিল্পীর চোখ। ঐচোখে যাকিছুদেখি তারই প্রকাশ । সেই সুত্র ধরে থার্ড আই। এখন দেখছি আমার খুব কাছের এক বড় ভাইয়ের প্রোডাকশন হাউজের নাম থার্ড আই।
জানিনা কে আগে রেখেছে নাম। আমার নিজের একটা প্রোডাকশন হাউজ । ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানির জন্য সুন্দর অর্থবহ রুচীশীল নাম খুজছি। আমার ধারনা ব্লগে অনেক ক্রিয়েটিভরা আছেন যারা আমায় নাম দিয়ে সহায়তা করতে পারেন। পুরস্কার ঘোষনা করে লোভ দেখাচ্ছিনা ।
তবে কতজ্ঞতা থাকবে ,বিলেতে বেড়াতে আসলে সময় দেবো এই প্রত্যাশা দিতে পারি। তবে নামটা অবশ্যই দুই শব্দের মধ্যে হলে ভালো হয়। এবং নামটি দিয়ে যেন ভিজু্যয়াল মিডিয়ার বিষয়বস্তু প্রকাশ পায় সেই বিষয়টি মাথায় রাখতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।