পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
টুকটাক-
---------
আজ কি টিপ দিয়েছিলি? আজ কী টিপ দিয়েছিলি?
কালো, নাকি লাল?
আমায় ভেবে একটু রাঙা, হলো কি তোর গাল?
আজকের আকাশ-
মেঘ কি ছিলো তাতে?
নাকি নীল মেঘেরা চূড়ি হয়ে ভাসছিলো তোর হাতে?
মনে পড়ে রুবি রায়
------------------
প্রিয় ফুল নিয়ে কোন মাতামাতি নেই। ভাবাভাবিও নেই। তবে প্রিয় ফুল গাছ আছে একটা, কৃষঞচূড়া। লাল লাল আগুন রঙা ফুলগুলো যখন গাছ ভর্তি হয়ে থাকে, আমার তখন মাথা খারাপের মতন হয়ে যায়। চনদ্্রাহতের মত তাকিয়ে থাকি আমি।
অনেক বছর আগে, মনে পড়ে, বেড়াবার জায়গা খুঁজে না পেয়ে দু'জনে সদরঘাটে চলে গিয়েছিলাম আমরা। পাঁচটাকা দিয়ে টিকেট কিনে সোজা লঞ্চঘাটে। সবকয়টার সামনে গিয়ে ব্যাকুল জিজ্ঞাসা আমাদের, কটায় ছাড়বে এটা? একজন যেই বললো, আরো ঘন্টা তিনেক পরে, টপ করে উঠে গেছিলাম সেটায়। তারপর সোজা ছাদে। বুড়িগঙ্গার দূষিত বাতাসে নি:শ্বাস নিতে নিতে কতই না গল্প আমাদের!
তারপর, সেই অসাধারণ ঝালমুড়ি? আহা, পৃথিবীর সবচে মজার ঝালমুড়ি পাওয়া যায় সেখানে, বাজি লাগতে চাইলে বাজি!
অনেকক্ষণ বাদে যেই ঘোষনা হলো লঞ্চ ছেড়ে দিবে, দু' জনে তাড়াহুড়া করে নেমে পড়লাম চটপট।
নিজের মনেই হাসি আজো, লোকে শুনলে কি ভাববে? সদরঘাটেও বেড়াতে যায় মানুষ!!
যে যাই ভাবুক, স্বয়ং রবি কাকু বলে গেছেন, তোমারও অভিসারে, যাবো অগম পারে..।
ফিরেছিলাম কেমন করে মনে আছে? টমটমে চড়ে। দুজনে, রূপকথার গল্পের রাজা-রাণীর মত।
রাজা রাণী? হা হা হা! আমি পরেছিলাম খাদির একটা ভাঁজ পড়া পুরোনো শার্ট আর তুই পরেছিলি লাল টুকটুকে একটা জামা।
মনে আছে তোর?
লাল, টুকটুকে, আগুনরঙা; ঠিক যেন কৃষঞচূড়া!
যে তার রুমাল নাড়ে-
-----------------
... চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,
বুকের ভেতর থিকা পিরীতের পূর্ণিমার চান;
নিজেই তাজ্জব তুমি- একদিকে যাইবার চাও,
অথচ আরেকদিকে খুব জোরে দেয় কেউ টান।
...
আজ দিন কাটুক গানে
------------------
আকণ্ঠ গানে ডুবে আছি, সারাদিন, সারারাত।
ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে, ধূলো মেখে মেখে বেজে ওঠা নুপুরে,সুর মেলে ডানা আকাশেরও ওপরে।
যাও যদি সুদূরপানে, চেনা কোন অন্যখানে।
ভালোবাসা মেঘে ঘেরা, আসবে যে আমার মনে।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু, আজ তোমার মেঘে রঙ!
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন-
ভালোবাসা নিয়ে আসি আজ আমি, মেঘে মেঘে সারাক্ষণ।
-----------------------
টুকটাক- নিজস্ব দূর্বল অনুভূতি।
বাকি সব কৃতজ্ঞতা-
1। [link|http://eitatomargaan.blogspot.com/2006/04/blog-post_18.html|civ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।