ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
হাজার হাজার সায়েন্টিফিক পেপার পড়ে সেগুলো থেকে টুকেটাকে নোট করে, তারপর গুছিয়ে গাছিয়ে একটা পেপার লিখতে হয়। এরকম একটা সফটওয়্যার দরকার যেটা -
1। পেপার খুঁজে বের করতে সাহায্য করবে
2। পেপারের সফটকপি সেভ করে রাখবে
3। পেপারের উপর নোট টুকে রাখতে সাহায্য করবে
4।
বিবলিওগ্রাফিক লিস্ট তৈরী করতে সাহায্য করবে, ল্যাটেক্স এবং ওয়ার্ডের জন্য
4 নম্বর কাজটার জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে Write-N-Cite নামে Refworks কোম্পানীর একটা সফটওয়্যার দেয়। আমি ইন্টারনেট ঘেঁেট আরো কয়েকটা সফটওয়্যার পেলাম -
1। প্রো-সাইট
2। রেফারেনস ম্যানেজার
3। এন্ড নোট
কেউ এগুলোর কোনটা ব্যাবহার করেছেন? বা এ ব্যাপারে জানেন কিছু? বড় দরকার এই জিনিসটা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।