ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল
পরীক্ষামূলক ভাবে গত মাসের শেষের দিকে ইউনিকোড ভিত্তিক বাংলাফোরাম http://forum.projanmo.com চালু করেছিলাম। ভয়ে ছিলাম, কারণ কেমন সাড়া পাব বুঝতে পারছিলাম না। যাহোক একেবারে খারাপ না। সবচেয়ে বড় বিষয় উইকিপিডিয়ার রাগিব ভাই এবং জাপানে গবেষণারত শামীম ভাইয়ের মত দুইজন মডারেটর পেয়ে ভাল লাগল। তারা দুজনেই বেশ একটিভ।
আমার টেনশন কমে গেল। 15-17 দিনে 150 জন সদস্য। খারাপ না।
অতপর যেটি আমার আগ্রহ বাড়িয়ে দিল তা হল deshiportal.com এর এডমিন বললেন যে সর্বোচ্চ পোস্ট করবে তাকে একটি এক গিগাবাইট ফ্লাশ ড্রাইভ/পেন ড্রাইভ উপহার দেয়া হবে। এখন মনে হল আমি একা নয়।
বাংলাতে কাজ করা খুব সহজ নয়।
সর্বোপরি দুই/একদিনের মধ্যেই বাংলা চ্যাট চালু করতে যাচ্ছি। দেখাযাক বাংলাভাষার প্রতি আমাদের ভালোবাসাটা কেমন।
ফোরামের ঠিকানা: !@!14942
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।