মেমন
আমারা পাঁচটা খোরগোস পুষি......... এর মধ্যে তিনটা বাচ্চা............... একটা বাদামী , কাল ও সাদা রঙের বাচ্চা...........আর বড়দের মধ্যে একটা বাদামী ও সাদা..................।
খোরগোশ গুলো আমার পাশের area তে থাকে..........। পা্রয় আব্বু বাচ্চা খোরগোশ............. গরে কয়েক ঘন্টার জন্য আনে..........। আর আমার ছোট বোনরা খুশিতে ওদের কথার কণ্ঠ change হয়ে যায়............।
এই একটু আগে............ আব্বু বাদামী খোরগোশ বাসায় আনলো..........আর আমি বসে ছিলাম, আমার ছোট বোন এশা এমন করে আমাকে বলছে, আপু আপু আব্বু খোরগোশ অনেছে..............তাড়াতাড়ি আসো................ বাদামীটা..........কি মজা..........
তুমি তাড়াতাড়ি আসো............।
আমি তো ওর দিকে হা! করে তাঁকিয়ে ছিলাম............
বাচ্চারা যখন কোন কিছুতে খুশি হয়.........তখন তা দেখতে খুব ভাল লাগে................
এখন সেই খোরগোশের পাশে বসে আছে...............।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।