ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
বিশেষত: সিনেমাপ্রেমীদের জন্য স্বর্গীয় সাইট ছিলো মেগাআপলোড। আজ থেকে ঠিক এক বছর আগে আমেরিকার এফবিআই এবং নিউজিল্যান্ড সরকারের এক প্রশ্নবিদ্ব অভিযানে বন্ধ করে দেয়া হয় সেই সাইট। সাইটের মালিক মিলিওনেয়ার কিম ডটকম অনেকদিন ধরেই প্রতিশ্রুতি দিচ্ছিলো আরে ভালো, নিরাপদ সাইট উপহার দেবার। সেটা আজ চালু হলো মেগা নামে।
[২৪ মিলিয়ন ডলার মূল্যের কিমের নিউজিল্যান্ডের ম্যানশন]
ফ্রি রেজিষ্ট্রেশনে পাচ্ছেন ৫০ জিবি স্পেস।
পেইড সাবস্ক্রিপশনে থাকছে ৫০০ গিগা থেকে ৪ টেরা পর্যন্ত ক্লাউড স্পেস। সব আপলোডকৃত ফাইলই থাকছে ক্লাউড সার্ভারে। এবং সব ফাইলেই থাকবে পাসওয়ার্ড প্রটেকেডেট। উচ্চমাত্রার এই এনক্রিপশন কি ছাড়া কেউই এই ফাইল ওপেন করতে পারবে না। কিম এর নাম দিয়েছেন "সাইবারলকার"।
ক্রোম ছাড়া অন্য কোন ব্রাউজার দিয়ে রেজিষ্ট্রেশন করলে সাইটটি ক্রোম ইনস্টল করার জন্য উৎসাহিত করবে। তবে অন্য ব্রাউজার দিয়েও এটা ব্যবহারে কোন সমস্যা হয় না।
সাইটটির ঠিকানাঃ mega.co.nz
দশ ঘন্টা আগে কিমের ম্যানশনে হয়ে যাওয়া মেগার উদ্ভোধনী অনুষ্ঠান
কিমের উপর একটি রিপোর্ট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।