জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...
কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) উপস্থাপ্ক হিসেবে অমিতাভের পর শাহরুখ কেমন করবেন এটা দেখার জন্যই উৎসুক ছিলেন দর্শকরা। গত সোমবার 'হু ওয়ান্টস টু বী এ মিলিয়নিয়ার' এর আদলে তৈরি এ অনুষ্ঠানের তৃতীয় সিরিজের প্রথম পর্ব প্রচার হয়েছে। অনেক দর্শক শাহরুখের টগবগে উপস্থাপনা ও সরস মনত্দব্যকে পছন্দ করেছেন। আবার অনেকে বলেছেন, অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে যেতে পারেননি এই কুইজমাস্টার। কিছু ভারতীয় পত্রিকা মন্তব্য করেছে, বলিউডের সর্বাধিক সম্মানী পাওয়া এই তারকা তার তারুন্যদীপ্ত চপলতা ও মজার মনত্দব্য দিয়ে দর্শকচিত্ত জয় করেছেন।
পানত্দরে 64 বছর বয়স্ক মেগাস্টার অমিতাভ বচ্চনের উপস্থাপনা ছিল অনেকটা ভাবগম্ভীর। হিন্দুস্তান টাইমস লিখেছে, " অমিতাভ বচ্চন যে আকর্ষণ তৈরি করেছিলেন সেটার অভাব থাকলেও তার নিজন্স ভঙ্গিমার চাপল্য ও নিজেকে নিয়ে মজা করার মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের তিনি টানতে পারবেন বলে মনে হচ্ছে। " এই বক্তব্যের সাথে অনেক তরুণই একমত। "শাহরুখ অসম্ভব রকমের কুল, খুবই বন্ধুত্বপূর্ন এবং মজার। " 24 বছরের সাধনা দত্ত বললেন এ কথা।
তিনি লেখাপড়া করেন সাংবাদিকতা বিভাগে। তবে খানের পারফরমেন্স যে প্রত্যাশামাফিক হচ্ছে না সে কথাও বলেছেন অনেকে। "অমিতাভ বচ্চনের সাথে তার কীভাবে তুলনা চলে? কেবিসির মতো শো চালিয়ে নেওয়ার শক্তি তার নেই। " হিন্দুস্তান টাইমসের কাছে এই মত ব্যক্ত করেছেন আরেক দর্শক। শাহরুখের বয়স 41 চলছে।
বচ্চন ছেড়ে দেওয়ার পর 1 বছর কেবিসি বন্ধ ছিল। এর আগে এই অনুষ্ঠানের দুটি সিরিজ উপস্থাপনা করেন তিনি। পাকস্থলীতে অপারেশনের কারণে তৃতীয়টিতে তিনি আর থাকতে পারলেন না। কেবিসি আগের মতো একই নিয়মে হচ্ছে। এর মধ্যে শাহরুখ খান শুধু তার নিজের স্টাইলের কিছু মজা ছড়িয়ে দিচ্ছেন।
যারা হেরে যাচ্ছেন তাদের সাথে তিনি আলিঙ্গন করছেন। অনুষ্ঠানটির প্রযোজক রুপার্ট মারডকের স্টার নেটওয়ার্ক এর একটি শাখা। শাহরুখের উপস্থাপনার সাড়া বেশ ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন তারা। নভেম্বরে বচ্চনের স্থলে তার নাম ঘোষনা করার পর এক প্রতিক্রিয়ায় অবশ্য খান আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে তার প েকিংবদন্তীর মহানায়ক অমিতাভ বচ্চনের কারিশমা ছাপিয়ে ওঠা সম্ভব হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।