আমাদের কথা খুঁজে নিন

   

300তম পোস্টের ভাষন

আমার ব্যক্তিগত ব্লগ

ব্লগে সাধারানত: কারো জন্য লিখিনা। সব সময় নিজের জন্যই লিখেছি। এর আগে 200তম পোস্টে ভাষন (অলিখিত নিয়ম) দেইনি বলা হয়েছে। এবার তাই নিজে থেকেই ভাষন দিচ্ছি। এই ব্লগে পোস্টগুলেখা আর কমেন্ট পড়ে বিভিন্ন ধরনের লেখার স্বাদ পেয়েছে।

কারো কারো লেখা খুবই ম্যাচিউর, ভালো লাগে, কেউ কেউ অসাধারণ কবিতা লেখেন, কারো লেখা মাথার চৌদ্দ হাত উপর দিয়ে যায় (দোষ আমার, আমি কম বুঝি), কেউ কেউ খুবই বাচ্চাদের মতোন লিখেন, কেউ গালিগালাজ খুবই ভালোবাসেন, কেউ যুক্তির চেয়ে অন্যের আত্ন ীয় নিয়ে গালি গালাজে বেশি অভ্যস্ত, কারো ছবি আকার হাত খুবই ভালো, কেউ এতো বেশি সেন্সটিভ যে কোন কারনে অভিমান করে আর ব্লগে লিখেন না। সবই স্বাভাবিক। আমি আমার দৈনন্দিন জীবন থেকে ছোট ছোট টুকরো আনন্দ এই ব্লগে লিখি। সাথে থাকে, মাঝে মাঝে আমার ভাবনা। চেষ্টা করি সেই ভাবনা গুলো আমার লেখার মাঝে লুকিয়ে রাখতে।

সবার সব কিছু বোঝার কি দরকার। ব্লগ লেখা শুরু করেছি অফিসের চাপে পড়ে। এখন চালিয়ে যাচ্ছি নিজ গরজে। দেখা যাক, কত দিন মানুষকে এভাবে বিরক্ত করতে পারি। 300 বার তো বিরক্ত করলামই


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.