আমাদের কথা খুঁজে নিন

   

এইসব দগ্ধ অভিনয়

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

এইসব দগ্ধ অভিনয়/ শেখ জলিল তবু অভিনয় ক্থরে যেতে হবে যতোদিন বেঁচে আছি ধুলোর ধরায়! শূন্য উদর আগলে রেখে ব'লে যেতে হবে ক্ষিধে নেই, এইতো এলাম খেয়ে। ভাগাড়ের পঁচা গন্ধ শুঁকতে শুঁকতে কাঁধে ক'রে ফেলে দিতে হবে স্বজনের লাশ! কপালের হাত সরায়ে ১০৫ জ্বরেও বলতে হবে কই, তেমন কিছুই-তো হয়নি! বেনোজলে ভেসে যেতে হবে আবেশী দোলায় কষ্টের জাজিমে শুয়ে বুনে নিতে হবে সোনালী স্বপন উঠোনের ঘাসে দেখে যেতে হবে ভাইয়ের রক্ত বুকের শোণিতে শুধে দিতে হবে গোলামীর ঋণ! এইভাবে সয়ে যেতে হবে অসহ্য এসব রঙিন জামায় ঢেকে দিতে হবে পাঁজরের ক্ষত! পুরাতন প্রেমিকার গন্ধ বুকে মেখে অধরে অধর রেখে নব বধূটিকে তবুও বলতে হবে- সুখে আছি তোমাকে পেয়েই! ১১.০৮.৮৪ Sheikh Jalil

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।