সপ্তাহে ৩/৪ দিন করে হরতাল ডাকলে, ভোট কেন্দ্রে যামু না ভোট দিমু না...... বাসরঘরে ঢোকার আগে বন্ধুর দেওয়া উত্তেজক কোমল পানীয় পান করেন আতিকুর। ঘরে ঢুকেই ছটফট করতে থাকেন, মাথাব্যথা শুরু হয় তাঁর। এক সময় ঘামতেও শুরু করেন; স্ত্রীকে মাথায় তেল মেখে দিতে বলে খাটে বসে পড়েন তিনি। স্ত্রী তেল আনতে যাওয়ার পর তিনি হঠাৎ খাট থেকে মেঝেতে পড়ে যান। রাত তখন সাড়ে ১১টা।
নববধূর চিৎকারে ছুটে আসে স্বজনরা। দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয় আতিকুরকে। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের মৃত মাজেম আলীর ছেলে আতিকুর রহমান উপজেলার মহব্বতপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরিরত ছিলেন। সেই সঙ্গে তিনি চালিয়ে গেছেন পড়াশোনা।
স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার অপেক্ষায় ছিলেন। গত শুক্রবার বিয়ে করেন তিনি। ওই রাতেই কোমল পানীয় পান করার পর তাঁর মৃত্যু হয়। তাঁর এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না স্বজনরা।
পরিবারের সদস্যরা জানান, রবিবার বউ-ভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
এ জন্য সহকর্মীসহ স্বজন ও প্রতিবেশীদের নিমন্ত্রণও করেন আতিকুর। পরদিন সকালে বড় ভাইকে নিয়ে বাজারে যাওয়ার বিষয়ে আলোচনা করে শুক্রবার রাতে আতিকুর নববধূ জেসমিনকে নিয়ে নিজের ঘরে যান। রাত যখন সাড়ে ১১টা, তখন জেসমিনের আর্তচিৎকারে ঘরে ঢুকে বড় ভাই সোহরাব দেখতে পান আতিকুর মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়।
নববধূ জানান, জুস খাওয়ার কথা আতিকুরই তাঁকে জানিয়েছেন।
তিনি বলেন, 'আতিকুর বলেছেন, তাঁর এক বন্ধু জুস খেতে দিয়েছিল। সেটা খাওয়ার পর থেকেই তাঁর শারীরিক সমস্যা শুরু হয়েছে। ' নববধূ আরো বলেন, 'উনি (আতিকুর) ঘরে এসে খাটে বসেই বলেন, মাথা ঘুরছে আর গা ঘামছে। এ সময় মাথায় তেল দেওয়ার কথা বলে খাটে বসে পড়েন। '
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থানে দোকানপাটে নানান ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস পাওয়া যায়।
এগুলোর মধ্যে আছে ডাবল হর্স, সেভেন হর্স, লাভা, পাগলু_এসব নামের পানীয়।
জেলার সিভিল সার্জন ডা. আবদুল কাদের বলেন, 'বাজারে বৈধভাবে যেসব পানীয় পাওয়া যায় সেগুলো পান করলে মৃত্যু হওয়ার কথা নয়। ' অবৈধভাবে বাজারে যেসব পানীয় বিক্রি হচ্ছে, তা পান করলে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার দৈনিক কালের কণ্ঠে 'এনার্জি ড্রিংকসে শক্তিনাশ!' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়, বাজারে যেসব এনার্জি ড্রিংকস বিক্রি করা হচ্ছে সেগুলোয় মেশানো হয় সিলডেনাফিল সাইট্রেট নামে নিষিদ্ধ ও উত্তেজক রাসায়নিক।
এ ছাড়া থাকে মাত্রাতিরিক্ত ক্যাফেইন ও অপিয়েট (আফিমজাত উপাদান)। উচ্চমাত্রায় ক্যাফেইন নিয়মিত খেলে ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়, হৃদরোগসহ ক্যান্সারের মতো জটিল রোগ হয়।
সূত্রঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।