আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ২০০ জন। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের ফলে সেখানে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছেন।
অঙ্গরাজ্যের কয়েকটি শহরের লোকজনের উদ্দেশ্যে সতর্কতা জারি করে তাদেরকে বাড়ি-ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য বলা হয়েছে।
রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার পর গত বুধবার থেকে কলোরাডোয় বন্যা শুরু হয়। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে ছোট শহর লিয়ন্স। শহরটি খালি করার জন্য সেখানে জরুরি ভিত্তিতে ন্যাশনাল গার্ডের লোকজন পাঠানো হয়েছে। তবে, পাহাড়ি ঢলের কারণে শহর খালি করা কঠিন হয়ে পড়েছে।
এরইমধ্যে পাশের শহর জেমসটাউন খালি করা হয়েছে। সূত্র: বিবিসি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।