বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
জীবনকে চিনতে শিখেছি । অনেক ছোটবেলা থেকেই । প্রথম জানা হলো ধূমপানকে কেন্দ্র করে, দ্্বিতীয় জানা হলো যে, নারী ও পুরুষ এক নয় ।
তৃতীয়তে মৃতু্য --এর আবার দুইটি ভাগ রয়েছে, প্রতক্ষ্য ও পরোক্ষ -- হারানোর ব্যথা তখন থেকেই অনুভব করতে শিখি--সবাইকে দেখে আমিও কেদেঁ ফেলি । কিন্তু এই কান্নার উৎস আমার থেকে আসে নি ।
অথর্াৎ উৎস যতক্ষণ না খনন করতে পেরেছি, ততক্ষৎ এই কান্না আমার সম্পূর্ণ অনর্্তনিহিত নয় ।
চতুর্থ তে আবার হারানোর দু:খ --এখানে বুঝা যায় --মানুষ রক্তের সম্পর্ক না হলেও আত্নীয় হয়ে যায় (আত্নার সাথে যার সম্পর্ক সেই আত্নীয়) -- তবে এখানে এমন মানুষদের কথা বলা হচ্ছে যে, এরা আমার থেকে দূর অবস্থানে চলে গেছে, তবে ইচ্ছে করলেই তাদের কাছে ফিরে যাওয়া যায়, কিন্তু সময় ও পাত্র আমাদের তা করতে বাধ্য করে না ।
পঞ্চমতো আবার চিরচেনা ব্যক্তির দূরে চলে যাওয়া -- বিশ্বাসই হয়না যে, কেউ আমাদের ছেড়ে চলে গেছে ।
6ষ্ঠ এবারও হারানোর দু:খ -- তবে এখনে প্রমাণ হয় যে, মানুষ মানুষকে ছাড়াও অন্য কোন প্রানীকেও আপন করে নিতে পারে , ভালবাসতে পারে, মূলত অনেক দিনের সঙ্গীর অভাব তো অনেকেই ভাববে তাই নয় কি । তখন নয়নযুগল দিয়ে গড়িয়েঁ গড়িয়েঁ জল পড়েছিল ।
এটি ছিল অনর্্তনিহিত ভালবাসা যেভাবে নিংড়ে বের হয় ঠিক সেভাবে । আমি নিজেও কল্পনা করতে পারি নি নিজেকে । কিন্তু এত মায়া মমতা আল্লাহ কেন দিয়েছে । আমার মধ্যে মমতার অংশ কম থাকা স্বত্তেও এই জালে আটকে যাই । বিধাতার(আল্লাহর) কি অদ্ভুত কিন্তু সুন্দর নিয়ম!
7তম এ প্রেম ভালবাসার প্রতি ধারণা পেলাম ।
চেষ্টা করেছি এসব থেকে দূরে থাকতে । কারণ নিজস্ব বাস্তব অভিজ্ঞতা একেবারেই নেই, আছে তবে পরিচিতদের থেকে । তখন থেকে বুঝতে পারলাম যে, কেন পুরুষ এবং নারী তাদের রুচি , পোষাক আশাক ঘন ঘন পরিবতর্ন করে । আকৃষ্ট করা কি এতই সোজা ! ? বুঝলাম নারীরা এমনেই এরকম, কিন্তু জীবজগতের মধ্যে সাধারণত পশু-পাখিরা(পুং লিঙ্গ) তাদের সৌন্দর্যপ্রদশর্ন করে । মানুষদের বেলায় এই ক্ষেত্রটা ভিন্ন হলেও যুগের পালে হাওয়া লেগে ব্যাপারটা মানুষদের বেলায়ও খেটেঁ গেছে ।
না, আমি কি কোন তর্কে যুক্তিতে মত্ত্ব হতে চাই না, আমি শুধু মনের কথা ব্যক্ত করছি । পারিবারিকভাবে খুবই শক্ত অবস্থানে ছিলাম এসবের বিপক্ষে তাই কপাল ভাল, এই ঝামেলায় তেমন যাই নি ।
8তম আবারও কাছের মানুষের হারানো সুর । তবে এখানে এমন মানুষদের কথা বলা হচ্ছে যে, এরা আমার থেকে দূর অবস্থানে চলে গেছে, তবে ইচ্ছে করলেই তাদের কাছে ফিরে যাওয়া যায়, কিন্তু সময় ও পাত্র আমাদের তা করতে বাধ্য করে না । তবে পূর্বে যেরকম দ্রুত সাক্ষাৎ হত তা হয়ে উঠেনি ।
হয় তাও বছর ঘুরে, আর এখনতো কোন যোগাযোগই নেই ।
9তম এই ঝামেলার কথা টপ সিক্রেট
10তম এই সময়ের কথাও টপ সিক্রেট
11তম এই মানসিক অবস্থাটাও টপ সিক্রেট
তারপরতো ধাক্কাঁর পর ধাক্কা লেগেই আছে....
এই তো মিথিলা সাহেবার মৃতু্যতেও ধাক্কারঁ সম্মুখীন হয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না, কারণ কেউ হারিয়ে যেতে পারে সব সময়ের জন্য এই চরম সত্যকে আমি হালকাভাবে দেখতে পারি না, আজও মনে হবে, পরেও মনে হবে সে আমাদের মাঝেই সাধারণের মত আছে । কিন্তু বাস্তবে নেই । যদিও পরিচয় ভর্াচুয়াল এ সমাপ্তিও ভাচর্ুয়াল এ কিন্তু আবেগটি বাস্তব । নাকি আবেগটিও ভর্াচুয়ল্ল জগতের ????????????????
সত্যিকার অর্থে মিথিলার জানের কথাটি আমার প্রথমেভাল লাগে নি, কারণ আমি ভালভাসা(প্রেম ব্যাপারটাকে) সব সময়ই এড়িয়ে চলি ।
one and only and forever তত্ত্বে আমি বিশ্বাস করি, তাই এই ভালবাসার সূত্রের সাথে অনেকেই দ্্বিমত পোষণ করেন । আমি বলি অন্তত কাছকাছি থাকার চেষ্টা করা উচিত । one and only and forever হয়ত সবার পক্ষে সম্ভব হয় উঠে না,তবে চেষ্টা করতে সমস্যা নেই । কিন্তু মিথিলার লেখা পড়ে তার সম্বন্ধে ভাচুয়াল ধারণায় এই ঠেকল যে, সেও one and only and forever ধারণায় বিশ্বাসী , তাই তার ভালবাসাকে স্বীকৃতি দিতে কোন বাধাঁই নেই ।
তারঁ সাথে আমার বেশী কথা হয় নি ।
বরং আমিই বক বক করে গিয়েছি । আমি বিশ্বাসই করতে পারি না, যার সাথে সুস্থ হবার যুক্তি খন্ডন হবার কথা ছিল, সে আজ আর আমাদের বাস্তব জগতে নেই । বারযাখ(মৃতু্যর পর এবং হাশর ময়দানে জাবার পূর্ব পর্যন্ত যে স্থানে মানুষের আত্না অবস্থান করে) নামক স্থানে তার বসবাস, দেখা হলেও পরবতর্ীতে দেখা হতে পারে ।
খারাপ লাগছে । সম্পূর্ণ শরীর এর লোম দাড়িয়েঁ আসছে ।
ভয় আমারও হচ্ছে । ....
এটিও আমার জীবনের অনেক ধাক্কাঁর মধ্যে একটি ।
লেখাটি আমি উৎসর্গ করব না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।