আজ আমি লিখবো Bulk Sms এর উপকারিতা, অপকারিতা ও মজার বিষয় গুলো নিয়ে, দিনে দিনে Bulk Sms এর জনপ্রিয়তা বেড়েই চলছে,আমাদের দেশের অনেক কোম্পানি ইতিমধ্য Bulk Sms ব্যবহার শুরু করে দিয়েছে যা সত্যই খুব ভাল দিক আবার এর খারাপ দিক আছে আলোচনার মধ্য হয়তো জেনে যাবেন, যারা মোবাইল ব্যবহারকারি আছেন তাদের সবাইকে এই Sms এর খপ্পরে পরতে হয়েছে ।
bulk Sms এর মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম বা যেকোন নাম্বার ব্যবহার করে ক্রেতা, গ্রাহক বা বন্ধু বা বান্ধবীদের নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন যেমন আমাদের মোবাইলে ম্যসেজ আসে Gp Info, Bl Info, flexi Load, Brac Bank, GrameenPhone, BanglaLink, ইত্যাদি নাম থেকে তাতে কোন নাম্বার থাকেনা, আবার বিভিন্ন শর্টকোড থেকে ম্যাসেজ আসে যেমন 2000, 9999, 5566 , 7777 ইত্যাদি,
Bulk Sms এর মাধ্যমে আপনিও আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে ম্যাসেজ পাঠাতে পারেন ।
যেমন ধরুন আমাদের প্রতিষ্ঠানের নাম Online it solution তাহলে Online it solution নাম ব্যবহার করেই আমাদের সকল গ্রাহকের মোবাইলে বার্তা পৌঁছে দিতে পারব, অর্থ্যাৎ আমাদের প্রতিষ্ঠানের সকল গ্রাহককে বিজয় দিবসের শুভেচ্ছা পাঠাতে চাইলে বা কোন অনুষ্ঠানের বিষয়ে তাকে মনে করিয়ে দিতে চাইলে তবে এভাবে ম্যাসেজ পাঠাতে পারব । এতে গ্রাহকের সহজেই জেনে গেলেন Online it solution থেকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বা Online it solution এর মিটআপে এই গ্রাহককে আমন্ত্রণ জানানো হয়েছে ।
আপনি যার থেকে বাল্ক এসএমএস কিনবেন সে তার ওয়েবসাইটে আপনাকে কন্ট্রোল প্যানেল দিবে এসএমএস পাঠানোর জন্য ।
Sender Id তে আপনি যে নাম বা নাম্বার থেকে পাঠাতে চান তা লিখুন ।
Mobile Number: আগে ৮৮ লিখে যাকে পাঠাবেন তার নাম্বার লিখুন ।
Message: আপনার কাংখিত বার্তা লিখুন । এবং পাঠিয়ে দিন ।
সতর্কতাঃ বিদেশে এই এসএমএস পাঠালে একবারেই আপনার ৮ পয়েন্ট কেটে নিবে ।
ডেক্সটপ সফটওয়ার , ওয়েব সাইট, জাভা , এন্ডুয়েড বা আইফোন মোবাইল থেকে এপসের মাধ্যমে পাঠাতে পারবেন ।
Online it solution কিছুদিন আগে এই সার্ভিস চালু করেছে তাই আপনি Online it solution এর Bulk SmS Service ফ্যান পেজে অর্ডার করতে পারবেন। অথবা ০১৭৯০৮০৮১৩১ এই নম্বারে কল করে বাল্ক এসএমএস কিনতে পারেন । বাংলাদেশে যত বাল্ক এসএমএস প্রতিষ্ঠান রয়েছে তাদের থেকে আমাদের প্যাকেজ গুলোর মূল্য অনেক কম।
এখান থেকে যে কোন প্যাকেজ আপনি অর্ডার করতে পারবেন।
পেমেন্ট দিতে পারবেনঃ
ব্র্যাক ব্যাংক
অথবা বিকাশের মাধ্যমে
*বিকাশে পেমেন্ট দিলে ক্যাশ আউট চার্জ প্রযোজ্য ।
পেমেন্ট দেয়ার পর
আপনার নামঃ মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস জমা দিতে হবে তারপর আপনার ইমেইলে আপনার Bulk Sms Account ও বিস্তারিত নিয়ম কানুন জানিয়ে দিবেন ।
ওয়েবসাইটের পাশাপাশি আপনার কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোড করে নিলে কম্পিউটার থেকে পাঠাতে পারবেন তবে উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে ।
আমার লেখার মূল উদ্দেশ্য হলো বাল্ক এসএমএস এর ক্ষতিকর গুলো সবার সামনে উপস্থাপন করা ও সকলকে সচেতন করা ।
*** সতর্কতাঃ কোন প্রকার অপরাধে জড়ানো যাবেনা ।
তাহলে প্রোভাইডার আপনার সকল তথ্য প্রকাশ করতে বাধ্য হবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।