আমাদের কথা খুঁজে নিন

   

প্রণমহি মানিক দা

আমার এলোমেলো ভাবনা গুলো বড্ড বেসামাল

মনে করেছিলাম কিছু খিলব না। গত কাল সারা দিন ছিল দুঃখ জাগানিয়া দিন। মিথিলার দিন। আজও ভয়ে ভয়ে ছিলাম কেউ যেন আজকার দিনও বিষাদময় করে না তোলে। কিন্তু কি করে ভুলি... কেননা আজও তো স্বজন হারানোর দিন।

মানিক সাহা। এক সাহসী সেনা। কখনও তার লেখনী থামেনি। ভয়-ভীতি উপেক্ষা করে লিখেছেন। কিন্তু ভীরুরা এভাবে... কেউই ভাবতে পারে নি।

ঝরে গেল একটি আশার ফুল। খুলনা বন্ধুসভার সাথে তাঁর ভীষণ সখ্য ছিল। ছোট-বড় সব ধরণের অনুষ্ঠানে তিনি থাকতেনই। তাঁকে ছাড়া আমাদের অনুষ্ঠান আমরা ভাবতেই পারতাম না। আজ তিনি... আমরা আছি, আমাদের বিভিন্ন আয়োজনও আছে।

কিন্থু তাঁর শূণ্যতা আমাদেরকে ব্যাথীত করে। শুধু মানিকদা নয়। আরেক শ্রদ্ধেয় জন হুমায়ূন কবির বালুও রেহাই পায়নি স্বার্থান্বেষীদের কালো ঞাবার হাত থেকে। শুধু বাংরাদেশে নয়। মিডিয়া কর্মীদের ওপর চড়াও হওয়া চলছে বিশ্ব ব্যাপী।

দিন দিন বৃদ্ধিও পাচ্ছে। সাল সংখ্যা 2007 1 2006 110 2005 58 2004 72 2003 53 2002 46 2001 60 2000 53 1999 70 1998 28 উপরের তথ্যটি মিডিয়া কর্মী হারানোর সংখ্যা। ওদের সকলের আত্মার শান্তি কামণা করছি। আর সেই সাথে ক্ষা চাইছি... মানিক দা, আমাদের ক্ষমা করো। তোমরা একটা স্বাধীন দেশ আমাদের দান করেছে, আর আমরা তোমাদের এভাবে প্রদিদান দিলাম।

তবে আমরাও তোমাদের উত্তরসূরী। দেখে নিও, একটা একটা করে সমাজের জঞ্জাল আমরাই দূর করব। শুধু ওপার থেকে একটু আশীর্বাদ করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.