সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
প্রায় 90 বছর ধরে মোহনদাস করমচাদ গান্ধীর জীবনের একটি গোপন খবর লুকিয়ে রেখেছিলেন তার বৃহত্তর পরিবারের সদস্যরা। স্ত্রী, চার ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, জাতীয় নেতা-নেত্রী, আশ্রমের সেবক, স্বাধীনতা যোদ্ধা এমনকি তার জীবনীকাররা পর্যনত্দ কেউই গান্ধীজির প্রায় উন্মুক্ত জীবনের এ সত্য ঘটনা প্রকাশ করেননি। সে গোপন খবরটি হলো, গান্ধীজির একটি প্রেমের সম্পর্ক ছিল। আর এ প্রেম ছিল অত্যনত্দ সুন্দর বাঙালি নারী সরলা দেবীর সঙ্গে।
তিনি ছিলেন উজ্জ্বলতম এক নারী। বাঙালি অভিজাত বিদ্বৎসমাজের একজন। সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগি্ন। এ লেখক ও সঙ্গীতশিল্পী নারীকে সে সময়ে বলা হতো বাংলার জোন অফ আর্ক, মর্ত্যের পৃথিবীতে নেমে আসা দেবী দুর্গা। তার চারপাশের তরম্নণরা তার মন জয় করার জন্য নিজেদের মধ্যে লড়াই করে মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতো।
গান্ধীজি তার প্রতিভা ও সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ ছিলেন। আর এ তথ্যটি ঘনিষ্ঠ সহযোগীদের কাছে গোপন ছিল না। সি রাজগোপালচারী, তার ছেলেদের মধ্যে দেবদাস, সেক্রেটারি মহাদেব দেশাই ব্যাপারটা জানতেন। তারা এ নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তাদের প্রায় সবাই তাকে চাপ দিয়েছিলেন যেন গান্ধী তার ও অন্যদের ভালোর জন্য এ সম্পর্কে ইতি টানেন। এমনকি তার প্রায় সর্বংসহা স্ত্রী কস্তুরা বাই এ সম্পর্কের জন্য ভীষণ আহত বোধ করেছিলেন।
অবাক করার ব্যাপার, এটাই সম্ভবত একমাত্র ঘটনা যা গান্ধী তার অকপট আত্মজীবনীতে উলেস্নখ করেননি। সরলা দেবীর কথা তার জীবনীতে মোটেও উলেস্নখ করেননি। মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী অবশেষে এ নীরবতা ভঙ্গ করলেন। তিনি গান্ধীর জীবনকে নতুন রূপ দেয়ার কাজে মনোনিবেশ করেছেন তার নতুন বই মোহনদাস : এ ট্রু স্টোরি অফ এ ম্যান, হিজ পিপল অ্যান্ড এন এম্পায়ার-এ। গান্ধীর জীবনের সবচেয়ে বড় লোভনীয় ঘটনা এতে বর্ণনা করা হয়েছে।
আরো আছে গান্ধীজি কিভাবে এ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সংগ্রাম চালিয়েছিলেন। এ বইটির প্রকাশক পেঙ্গুইন/ভাইকিং। 760 পৃষ্ঠার এ বইটির দাম 650 রম্নপি। বইটি থেকে
কিছু অংশ এখানে প্রকাশ করা হলো।
ধারাবহিকভাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।