কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
হাসিনা আন্দোলন করতেছিলেন...কি নিয়া আন্দোলন করতেছিলেন? তার নেতৃত্বাধীন জোটের পছন্দমতো একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দাবীতে, ভোটার লিস্ট থেইকা যেমনে তার পছন্দের জনগোষ্ঠীরে বাদ দেয়া হইছে সেই প্রক্রিয়া সংশোধনের দাবীতে, প্রশাসনে তার অপছন্দের লোকজন সরাইয়া তুলনামূলক তার পছন্দের লোক বসানের দাবীতে...এই আন্দোলন করনের ফাঁকে শক্তি প্রদর্শন করতে গিয়া সংঘর্ষে মারা গেছে তার বিরোধী পক্ষীয় আর তার নিজের জোটের অনেক কর্মী সমর্থক। সব ঠিকাছে...
কিন্তু কাইলকা ইয়াজুদ্দিন কার ইশারায় তার ভাষণের স্ক্রিপ্ট লিখলেন? কেন তিনি পড়লেন তার সময়ে জাতি দুইভাগে বিভক্ত হইছে? ক্যানো তিনি কইলেন ভোটার লিস্ট সংশোধন করাটা জরুরী? ক্যানো তিনি কইলেন প্রশাসন আসলেই দুর্নীতিতে নিমজ্জিত তার পরিবর্তন প্রয়োজন? যদি ইয়াজুদ্দিনরে সত্যবাদী ধরি আমাগো বিএনপি আর জামায়াতি বন্ধুগো মতানুসারে তাইলে গত সরকার কি আসলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল ব্যবস্থা কইরা থুইয়া গেছিলো? তার মানে কি এই মুহুর্তের মহা ঐক্যজোটের আন্দোলন সঠিক ছিলো? এই ইয়াজুদ্দিন সাহেবইতো কয়দিন আগ পর্যন্ত কইছিলেন বিরোধী দলের অনৈতিক দাবীর কথা...
আমরা যদি এই মুহুর্তে ইয়াজুদ্দিনের ভাষণরে কনফেশন হিসাবে ধইরা নেই তাইলে কি এইটা প্রমাণিত হয় যে বিএনপি-জামায়াত জোট নির্বাচনে জিতনের লেইগা সব পরিকল্পণা করছিলো? সেইরম একটা নির্বাচন কি আমাগো কাম্য? অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলতে কি আমরা খালি সংঘাতহীন একটা ভোটের দিন বুঝি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।