আমাদের কথা খুঁজে নিন

   

সোয়স্তির কুয়াশায় নিদ পায় ফক্কা



রাত কেবলি ভৈরবী বাজায়, নিদ খোয়াব বোনে না সোয়াস্তির কুয়াশায়... নকদি ভালোবাসায় শরীর কাঁপে যেমন গামছাবাজ ফোক্করী আলাপনের ফেরেববাজী চোকরধান্দায়। হায় কিসওয়াদা খেচে যাওয়া মন আতরীবাজি করে অ্যাটুলি (তোষামুদে) ঝোম (ঝুম ঘোর) প্রিয় আড়িয়া বান্ধা ( মেয়ে খোজা) খেলায়। খোয়াবে তো সে হামেশাই গুরমা ( সর্দার) সাঁজে, দুনিয়া তারই এত্তেলা সাজায়, জিন্দেগী সাল্তা (রিভলবার) তোলে বিটুড়ি (বুড়ো) আমেজে। নটটি (মানিব্যাগ) তো নেসিয়া ( পতিতালয়ের চাকর) - কেবলি ধান্দা ফোকে উতরেনেআ (ছিনিয়ে নেয়া) ঢল ঢলিয়া (মেয়েদের অন্তর্বাস) চুকুমদারীতে। কতদুর যায় বোলো ... বাগবাজারের (শূন্য) খেলা। জলপানি (ভাবীকালের পতিতা) মেঙে কেটে যায় বন্দেগীর প্রহর... পড়ে থাকে ঝুনো এক ফক্কা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.