আমাদের কথা খুঁজে নিন

   

গত এক সপ্তাহের ব্লগীং

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ইন্টেগ্রেটেড স্পিরিচুয়ালিটি আর কমপ্যারেটিভ রিলিজিয়ন নিয়াই মূলত আমি ব্লগাই আমার মূল ব্লগ, Inspirations and Creative Thoughts -এ। ঐ বিষয়ে আগ্রহ থেকে পড়া, পড়ার বিষয়গুলো একজায়গা জমা রাখার ইচ্ছা থেকেই ব্লগীং শুরু হয়। এখন ধারাবাহিকভাবে এক বিষয়ের উপরে নিয়মিত ব্লগানোর একটা বড় সুফল হইলো অনেক পোস্টই গুগলের সার্চে 1 থেকে 10 এর ভিতরে থাকাটা। এমনও হয় যে বগের পাঠকদের ট্রাফিক এনালাইসিস করে দেখি গুগলের সার্চ রেজালেটর 1 নম্বার থেকে তাদের আগমন। ব্লগস্ফিয়ারে বিলিয়ন ব্লগের ভিতরে গুগলের মতো সার্চ ইঞ্জিনের সার্চ রেজালেট 1 নম্বর থাকাটা ব্লগ লেখক হিসেবে বেশ তৃপ্তিদায়ক।

এই তৃপ্তিটাই নিয়মিত ব্লগীংয়ে টাইনা নিয়া যায়। মানুস গুগলে কত কিছুই না সার্চ করে। রেফারেল ঘাটলে পাওয়া যায়। সর্বশেষ যে সার্চ স্ট্রিংয়ে গুগল 1 নম্বর রেজালট হিসেবে আমার ব্লগকে দেখিয়েছে সেটা এরকম: is it true that jesus was born on 25th december। গুগলে সার্চ করে দেখতে পারেন।

ক্রিসমাস সেলিব্রেশনের মিথ নিয়ে পোস্টানো পোস্টটাই আসার কথা 6লক্ষ 20 হাজার রেজালেটর শীর্ষে। sufi blog সার্চ দিলে 10 লক্ষ 20 হাজারের ভিতরে 2 নম্বর রেজালট। hindu blog এ 16 লক্ষ 40 হাজার রেজালেট 3 নম্বর। আফসোস আগে, হিন্দু ব্লগ সার্চে 1 নম্বর ছিলো। ক্যানো, সেইটা রহস্যময়ের ইচ্ছা।

সুমন চৌধুরী ডাকে ম্লেচ্ছ ব্লগ। কথা সত্যই! এছাড়া ইংরেজীতে ব্লগানোর আরেকটা বড় মোটিভেশন হলো অসাধারন মানুষজনের সাথে পরিচয় হওয়া। যেহেতু স্পিরিচুয়াল বিষয়ে ব্লগাই, আর ঐ বিষয়ে আগ্রহীরাই ঘুরাফেরা করে, বলাই বাহুল্য মানুষগুলোর আউটলুক এভারেজের চাইতে আলাদা। এদের স্নেহ অসম্ভব, ভালোবাসাও। ব্লগের শক্তি সত্যি অসাধারন।

ঘুরে ফিরে আসা এই অন্যরকম মানুষগুলোর কথা আরেকদিন বলা যাবে। আপাতত গেলো সপ্তাহে কি নিয়ে ব্লগাইলাম সেগুলোর উপরে একটা রিভিউ করি। নিজের ঢোল নিজে পিটানোর মতো ব্যবস্থা, তবে পেছনে অন্য একটা উদ্দেশ্য আছে যেটা ব্যাখ্যা করতে গেলে বড় হয়ে যাবে কাহিনী। 7 জানুয়ারী। [link|http://mysticsaint.blogspot.com/2007/01/osho-inspiration-mundane-life.html|I


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।