এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই
[গাঢ়]
ওরা বলেছিল শৃগাল এবং গন্ধমুষিক
একই ঘাটে এসে জলপান করে
সেই ঘাটে,যে ঘাটে সিংহ ও আসে জল পান করতে,
ওরা আর ও বলেছিল যে বাজপাখি
আর শকুনেরাই কেবল একসাথে একই শবদেহ ঠোকরায়,
এবং পরস্পর একসাথে শান্তিতে বসবাস করতে থাকে
মৃত মানুষ জনের স্তুপের মধ্যে---
হে ভালবাসা,
তোমার ঐ ঐশ্বর্যপূর্ণ অঞ্জলিবদ্ধ হাতই কেবল আমার
মধ্যে আকাঙ্খা জাগিয়ে তোলে,
অনবরত ক্ষুধা ও তৃষনার দ হন ও,
আমাকে সম্পূর্ন অধিকার করে নিয়ে যায়,
অহংকার ও ক্রমাগত আত্নসম্মানবোধের ভিতরে,
আমার দুর্বল সত্তার অনুভবে রুটি এবং মদের সদব্যব হার
লালসার ইন্ধন জাগিয়ে দেবে,
কঠিন এবং শক্তিশালীরাই কেবল যেন এইসব অধিকার
ক'রে নিতে না পারে,
তারপর বরং আমি যদি অনাহারে থাকি তাও ভাল---
যে পাত্র তুমি পূর্ণ করনি, যে তৃষনার জল
তোমার আশীর্বাদপূত নয়,
সেই সবের প্রতি কামনালুব্দ হাত বাড়ানোর আগেই
যেন আমার হৃদয় মরুভূমি হয়ে উঠে,
তার আগেই আমাকে ধবংস ক'রে দিও, মৃতু্যর
গভীরে চলে যেতে দিও ।
[/গাঢ়]
নতুন বছরের প্রথম প্রহর শুরু করলাম, যে আমাকে নাড়ায় তাঁকে পাঠ করে ।
মঙ্গলময় হোক সবার সবসময় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।