[গাঢ়] সকল সুস্থ্য ও অসুস্থ্য ব্লগারদের ইংরেজি নববর্ষ 2007 এর অগ্রিম শুভেচ্ছা দিয়া রাখলাম। [/গাঢ়]
কিন্তু গাধার ঠিক মাথা ব্যাথা নয়, মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নীচে তা খুইলা ধরলাম।
আর দু'দিন পরই 2006 সাল শেষ হয়ে নতুন বর্ষ, ইংরেজি নববর্ষ অর্থাৎ 2007 আসছে। ইংরেজি সন বা সাল গণণা করা হয়, আমি যে ভাবে জানি তা হলো: খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ স্টাইলে।
অর্থাৎ খ্রিস্টের (যীশুর) জন্মের বা আভির্বারের পূর্বের দিনগুলোকে বলা হয় খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টের (যীশুর) জন্মের পর হতে দিনগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ। তাই নয় কি?
কিন্তু আমার মাথার মধ্যে একটি বিষয় কিছুতেই খেলতেছে না সেটা হইলো: যীশু বা খ্রিস্টের জন্মতো 25 ডিসেম্বর। যা বড়দিন হিসেবে গণ্য হয়। তাইলে সাল গণণা করার বিষয়টি কেন 1 জানুয়ারী থেকে শুরু হইল। অর্থাৎ যীশুর জন্মের পূর্ব বা পর থেকে যদি গণনা করা হয় তবে তা 25 ডিসেম্বর না হইয়া 1 জানুয়ারী হইল ক্যান?
যদি কেউ বলে থাকেন, বিষয়টি 6 দিন পরে গণনা করে অর্থাৎ মাস পূর্ণ করে তারপর তা 1 তারিখ (জানুয়ারি) থেকে গণনা করা হয়, জাস্ট সুবিধার্থে।
তাইলে এখানেও আমার মাথা ব্যাথা, খ্রীস্টপূর্ব বা খ্রীস্টাব্দ বিষয়টি তাইলে কি ঠিক? অর্থাৎ সাল গণনার বিষয়টি।
আমার মনে হয় 25 ডিসেম্বর যীশুর জন্ম থেকেই সাল গণনা করা উচিত?
ব্লগের যাহারা বিশারদ তাহাদের কাছে মোর নিবেদন, আমারে একটু বুঝাইয়া দিবেন বিষয়টি আসলে কি? তবে যৌক্তিকতার আলোকে একটু পরিস্কার কইরেন। ভিত্তিহীনভাবে বুঝাইয়া দিয়েন না।
নাইলে আমি হালায় গাধা, গাধাই থাইক্যা যামু। আমারে একটু মানুষ বানানোর চেস্টা কইরেন।
বুঝলেন, হে আশরাফুল মাখলুকাত বৃন্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।