আমাদের কথা খুঁজে নিন

   

পেইজফ্লেকস এর বাংলা ভার্শন

যদি কিছু ইচ্ছে করে ...

ওয়েব 2.0 ওয়েবসাইট পেইজফ্লেকস এর বাংলা ভার্শন রিলিজ হয়েছে। আপনি চাইলে !@@!322777 যেয়ে দেখতে পারেন। যদি আপনি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে প্রথম থেকেই বাংলায় তৈরী পাতাগুলো দেখতে পাবেন। কিন্ত যদি আপনি যদি আগে থেকেই পেইজফ্লেকস ব্যবহার করে থাকেন আপনার অ্যাকাউন্টে বাংলা পাতাগুলো !@@!322809 ও !@@!322811 লিংক থেকে যোগ করতে পারেন। ভাষা পরিবর্তন করবার জন্যে সাইটের নিচের অংশ থেকে ভাষা সিলেক্ট করুন। পেইজফ্লেকস বর্তমানে ইংরেজী, বাংলা, চাইনিজ, পর্তুগীজ ও জার্মান ভাষায় চলছে। বর্তমানে মূল-সাইটটি কেবল বাংলায় রয়েছে তবে ভবিষ্যতে ফ্লেকগুলোও অনুবাদিত হবে। এখানে কয়েকটি ছবি দেওয়া হল এক. পেইজফ্লেকসে সামহোয়্যার ইন এর নিউজফিডে নতুন পোষ্টগুলো দেখা যাচ্ছে দুই. পেইজফ্লেকসে বিভিন্ন বাংলা ফিড তিন. বিভিন্ন ফ্লেক যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন নিজের জন্যে বা ওয়েব এর বিভিন্ন সাইটকে পেইজফ্লেকস থেকে ব্যবহার করতে পারেন চার. বাংলা ব্যবহারকারীর জন্যে বাংলা কনটেন্ট পাচ. কিভাবে খবর পড়বেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।