দিনে ও রাতে বিভিন্ন সময়ে আলো অন্ধকারের অনুভূতির জন্য বাংকারটিতে রয়েছে কৃত্রিম আকাশ, তারা, কৃত্রিম প্রকৃতি ও আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংকারটির সিলিংয়ে স্থাপিত লাইটগুলো দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকার রাতের পরিবেশ তৈরি করতে পারে।
স্নায়ূযুদ্ধের টানটান উত্তেজনার সময় মাটির গভীরে নিরাপদে থাকার জন্য বিলাসবহুল এ বাড়ি নির্মাণ করেন জেরি হিন্ডারসন। ১৯৭৮ সালে স্নায়ূযুদ্ধের মাঝামাঝি সময়ে এ বাড়ি বানান হিন্ডারসন।
মাটির ২৬ ফুট গভীরে নির্মিত এ বাড়ির চারপাশে রয়েছে প্রয়োজনীয় অনেক কিছু। দুটি বেডরুম ছাড়াও বেইজমেন্টে আছে একটি পুল, দুটি বাথটাব, একটি স্টিম বাথ। এছাড়া রয়েছে একটি নাচের ফ্লোর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।