আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্কাহীনতার শঙ্কা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ইস্! ডরাইছিলাম রে ডরাইছিলাম, সুমন দার ভাষায় আমিও কইলাম। মেইনটেনেন্স ডাউনটাইম দিল ঝুলাইয়া পাগলা চিন্তা মনে মনে শংকা দিল বাড়াইয়া কৌশিক মিয়া কইছিল মনে -বিষ দে ওরে বিষ দে মনে পড়ে সেই ছবিখানা, নাম যার -'ভাত দে'। আহারে! চবি্বশ ঘন্টার দীর্ঘ শংকা উচাটন , দেখিলাম মরুভূমির লবডঙ্কা ... যদি না খোলে , হারায় কৃষ্ণ গহ্বরে তবে এত লেখা সব সবার কি হবেরে! ওসব তো মিছে ভাবনা, এমনেতেই হয়, আড়ালে যে এ ব্লগের ভালবাস পষ্ট রয়... তাও যদিবা খুলল, সমস্যা কেনো বারল কিছু পেতে গেলে কিছু হারাতে হয় , তাই কি দেখি , পেজ এ গিয়ে কে কি পোষ্ট ছাড়ল। --বিকেল 5:45, 18/12/06 ( এইখানা পেষ্টাইতে গিয়ে এডমিন এ ঢুকতে পারলাম। আমরা ব্লগ নিয়ে সদাই আশাবাদী)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.