আমাদের কথা খুঁজে নিন

   

সি এন জি তে যাতায়াত এখন বেশ সস্তা

আমার ব্যক্তিগত ব্লগ

বাসা থেকে বের হলাম, গন্তব্য অফিস। 5/6 টা রিক্সাকে বলার পর (একটাও যাবেনা)একটা সি এন জি অটোরিক্সা পেলাম। সে মিটারে যাবে না। বললাম 60টাকায় যাবে কি না। বলল, 70 হলে যাবে (আমার হয়তো আগে ভাড়াটা বলা ঠিক হয়নি)।

আরেকটা রিক্সাকে জিগ্যেস করলাম। সে এক কথায় রাজি। বলল 70 টাকায় যাবে। ভালো। আগে সি এন জি অটোতে সহজে চড়তে চাইতাম না, ওদের মিটার ছাড়া অতিরিক্ত ভাড়ার কারনে, এখন দেখি ওদের ভাড়াটাই তুলনা মুলক ভাবে কম।

এরই মাঝে আগের সি এন জিটা বলল, "আর 5টাকা বাড়ায়া দিবেন?" । তাই সই রিক্সার চেয়ে তো কম বলেছে! আজ 65 টাকায় আসলাম, রিক্সার চেয়ে কম সময়ে, আরাম করে বসে....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।