যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
খেয়ে ফেলি চাঁদ দেখো আধেক এখন আকাশে তার
করতলে রেখাও এমন অর্ধবৎ দেহে অথবা মনে
একটা কথা বলা বড় জরুরী ইদানীং চাঞ্চল্য জাগে
ওটা বলা ছাড়া অসম্পূর্ণ চাঁদ অপূর্ণ আধারে!
একটা শব্দ ঠিকমত হচ্ছে না আঁকা, শুদ্ধ মাত্রা
অস্পষ্ট শংকা চেপে রেখেছে অসতর্ক সজাগ থাকা
কারো নিশ্বাস আমাকে বলে এই তোমার শেষ কথা
তপ্ত ঘামি মাড়াই হচ্ছে উঠনে অগ্রন্থিত দিনের খেলা!
ভালোবাসি উচ্চারণে দেখানো ভালোবাসা ছাড়া
সংযোগহীন দুইমেরুতে কিভাবে দেখবে বলো
অন্য কোন চোখ হয়তো অচিরেই হবে আবিষ্কার
হয়তো তখন পূর্ণ চাঁদের মুখই দেখবে করতলে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।