বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
সঞ্জয় গাদভী পরিচালিত 'ধুম-2' ছবিতে ঋত্দি্বক রোশন ও ঐশ্বর্য রাইয়ের একটি চুমুর দৃশ্য ভারতের একজন আইনজীবীকে বিরক্ত করেছে। ফলে গত রোববার অশ্নীলতার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে ঋত্দি্বক ও ঐশ্বর্যের বিরুদব্দে। শৈলেন্দ্র দিবেদী নামে ওই আইনজীবী এক বিবৃতিতে বলেছেন, "সমঙ্্রতি মুক্তি পাওয়া 'ধুম-2' ছবির চুমুর দৃশ্যটি ভারতীয় নারীদের মর্যাদাহানি করেছে এবং যুবসমাজের প্রতি অশ্নীল বক্তব্য ছুড়ে দিয়েছে। বলিউডের অভিনেতারা সমাজে অশ্নীলতা ছড়িয়ে দিচ্ছেন।"
দিবেদীর এ মনস্নব্যে ক্ষেপেছেন ঋত্দি্বকের স্ট্পী সুজানে। 'ধুম-2' ছবির চুমুর দৃশ্যটি নিজের বেশ পছন্দ হয়েছে জানিয়ে সুজানে বলেন, 'যদি আপনি চুমুর দৃশ্যটি শৈল্কিপ্পক দৃষদ্বিতে উপভোগ করেন তাহলে বুঝবেন, এটাই বিশ্বের সেরা চুমু! কেন লোকে ঋত্দি্বক ও ঐশ্বর্যের প্রতি বিরক্ত হচ্ছেন বুঝি না, এই চুমু তো ছবির আরইয়ান ও সুনেহেরি নামের দুই চরিত্রের।'
শৈলেন্দ্র দিবেদীর আবেদনে মুল্ফ্বাইয়ের স্ট্থানীয় একটি আদালত মামলাটির
বিচারের দায়িত্দ্ব নিয়েছেন। আগামী 11 ডিসেল্ফ্বর এ মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।