আমাদের কথা খুঁজে নিন

   

ভবদহে জলাবদ্ধতায় আটকে পরা মানুষের আর্তনাদ - চাই সচেতনতা, চাই সাহায্য

আমি, আমার দিনকাল

আপনাদের মধ্যে যারা এখনও জানেন না, তাদের বলছি: যশোরের ভবদহ উপজেলায় জলাবদ্ধতায় আটকে পড়ে আছে প্রায় 4 লক্ষ মানুষ । প্রায় এক বছর ধরে এ অবস্থায় জীবনযাপন করছে অসহায় গ্রামবাসীরা - আবাদের জমি তলিয়ে গিয়েছে পানির তলায়, তাই নেই স্বাভাবিক খাবারের উৎস । ঘরবাড়ি ও রাস্তাঘাটও পানির নিচে বলে দুর্গতির শেষ নেই পুরো এলাকায় । বাংলাদেশে বন্যার পানির দুর্গতি নতুন কিছু নয়, কিন্তু এটি প্রাকৃতিক কোন কারনে সৃষ্ট জলাবদ্ধতা নয় - ঐ এলাকায় সুইস গেট বসানোয় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এর ফলে এর নেই কোন প্রাকৃতিক সমাধান । শুধুমাত্র সরকার লেভেলের উদ্যোগই পারবে এ অবস্থার উন্নতি ঘটাতে ।

নভেম্বর 2005 এ এই পরিস্থিতির জরুরীভিত্তিক সমাধানের কখা স্থির হলেও এখন পর্যন্ত এলাকাবাসীরা তেমন কোন সাহায্য পায় নি । এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন GB mvBU । সাইটটি পরিচালনা করছে দৃষ্টিপাত এর্বং সাইটটির মূল উদ্দেশ্য হলো: 1. সচেতনতা বৃদ্ধি করা 2. ভবদহবাসীদের জন্য সাহায্যের ব্যবস্থা করা এলাকার জনগনের জরুরিভিত্তিতে খাদ্য, পথ্য ও কাপড়ের প্রয়োজন । কিন্তু এসবের চেয়েও বেশি প্রয়োজন সচেনতনা সৃষ্টি করা । তা নাহলে আমাদের সরকার এ ব্যাপারে উদাসিনই থেকে যাবে ।

ব্র্যাক ইউনিভার্সিটির কিছু ছাত্র একটি ভিডিও এর মাধ্যমে এলাকার অবস্থা তুলে ধরেছে [link|http://www.youtube.com/watch?v=w6jbUi4VTDw|GLv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।