আমাদের কথা খুঁজে নিন

   

বল্গের নিয়ন্ত্রনকারী কেউ আছে কি? নোটিশবোর্ড তো কবেই পইচা ভাইঙ্গা গেছে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

মনে হয় এখন এই বল্গের মা-বাবা যারা ছিল তারা হয় মারা গেছে না অন্য কোন জায়গায় পার্টি করতাছে। তা না হলে কোন ছাগুরাম সাতটা লেখা দিয়া হাফহাজারী পালন করে? 1) কথা হয় আমার কপিপেস্ট নিয়া মাননাল আমি কপিপেস্ট করি লেখা কম্পোজ তো আমার ই করা লাগে নাকি সেইটা কোন কুৎসিত আর্বজনাখেকো পাখি কইরা দেয়? 2) লেখা দেয়া হবে ব ল্গারা পড়বে কমেন্ট দিবে এইটাই বল্গের নিয়ম কিন্তু ড্রাফট কইরা রাখলে এটা কি বল্গিং? 3)এই ঘটনার জন্য নোটিশবোর্ড এবং সামহোয়ার ইন বল্গ কতৃপক্ষ সম্পূর্ন দায়ী কারন যখন নতুন আপগ্রেড করা হল তখনই অনেক বল্গার আওয়াজ তুলেছিল ড্রাফটকে পোট হিসেবে কাউন্ট না করার জন্য তখন ড্রাফট পোস্ট হিসেবে কাউন্ট অফ করে দিলে এখন কেউ সাত পোস্ট দিয়ে হাফহাজারী করতো না। 4)শুধু নিক ব্যান করলেই সামহোয়ার ইন বল্গ সুন্দর পরিবেশ ভালো হয় না আরো অনেক দিক দেখতে হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.