অবসরের আড্ডা!!!
মঙ্গলবার 14 দলের অবরোধ চলাকালে শেরপুর, রূপগঞ্জ ও ধামরাইয়ে হামলা-সংঘর্ষে আহত হয়েছেন 86 জন। গাইবান্ধায় এলডিপির মাইক এবং দিনাজপুরে গাড়ি ভাংচুর হয়েছে। শেরপুরে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগের দুটি গ্র"পের মধ্যে। এতে দুজন বুলেটবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকমর্ী আহত হন। সমাবেশ মঞ্চ থেকে একজন নেতার নাম ঘোষণা না করায় এখানে সংঘর্ষ বেধে যায়।
রূপগঞ্জে অবরোধকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে 11 জন আহত হন। ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সকালে একদল সশস্ত্র যুবক অতর্কিতে 15-20টি যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় 25 জন আহত হয়েছেন। যুগান-র প্রতিনিধিদের পাঠানো খবর_
শেরপুর : অবরোধ কর্মসূচি চলাকালে মঙ্গলবার স্থানীয় নিউমার্কেট মোড়ে শেরপুর জেলা 14 দলের বিক্ষোভ-সমাবেশের প্রাক্কালে জেলা আওয়ামী লীগের দু'গ্র"পের মধ্যে কয়েক দফা সংঘর্ষ, গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপে দু'গ্র"পের অন-ত অর্ধশতাধিক আহত হয়েছেন। সমাবেশ মঞ্চ থেকে একজন নেতার নাম ঘোষণা না করায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
আহতদের মধ্যে দু'জনকে বুলেটবিদ্ধ অবস্থায় শহরের নবীনগর এলাকার হার"ন (22) ও হান্নানকে (24) আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত অন্য তিনজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও শহর ছাত্রলীগ নেতা কামর"লও রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদশর্ীরা জানায়, বিকাল সোয়া 4টার দিকে 14 দলের সমাবেশে শহরের নবীনগর এলাকা থেকে একটি মিছিল সমাবেশস্থলে আসার পর একজন নেতার নাম ঘোষণা না করায় সমাবেশে উপস্থিত দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তের মধ্যেই তা সারা শহরে ছড়িয়ে পড়ে।
আতংকগ্রস- লোকজন এ সময় ছোটাছুটি করে পালিয়ে যায় এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। বিবদমান দুটি গ্র"পের নেতাকমর্ীদের থেমে থেমে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটতে থাকে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। শহরের রঘুনাথ বাজার, মুলিবাজার, নিউমার্কেট ও বুলবুল সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় পৌনে এক ঘণ্টা এ ঘটনা ঘটার পর শহরে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রূপগঞ্জ : আওয়ামী লীগ নেতা গাজী গোলাম দস-গীরের (বীর প্রতীক) নেতৃত্বে 10 হাজার নেতাকমর্ী সিইসির পদত্যাগের দাবিতে রূপসী স্ট্যান্ড থেকে তারাব পর্যন- এবং তারাব বিশ্বরোডে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহর সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় টায়ারে অগি্নসংযোগসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। দুপুর 12টায় আওয়ামী লীগের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে 11 ব্যক্তি আহত হয়েছেন।
ধামরাই : অবরোধ চলাকালে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর কয়েক স্থানে ব্যাপক হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদশর্ীরা জানায়, সকাল 9টা থেকে 10টার মধ্যে মহাসড়কের কালামপুর, কেলিয়া, খাতরা ও ডাউটিয়া এলাকায় সশস্ত্র যুবকরা অতর্কিতে হামলা চালিয়ে 15-20টি গাড়ি ভাংচুর করে। এ সময় আরিফ (27), রাসেলসহ (24) অন-ত 25 জন আহত হন। ঢাকা-মেট্রো-ড-5370 নম্বর সিএনজি গাড়ির চালক ইসমাইল জানান, কোন কথা না বলেই সশস্ত্র সন্ত্রাসীরা গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ বেনজির আহমদ জানান, মঙ্গলবার 14 দলের কোন পিকেটার পিকেটিং করেনি।
গাইবান্ধা : 14 দলের অবরোধ সর্বাত্দকভাবে পালিত হয়েছে। বাস-ট্রেন চলেনি। বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌর"টে ফেরিও চলাচল করেনি। সারাদিন গাইবান্ধা শহরে খণ্ড খণ্ড মিছিল এবং স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সোমবার রাতে কতিপয় বিএনপি সন্ত্রাসী রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসের সামনে অবরোধের সমর্থনে প্রচার চালানোকালে এলডিপির মাইক ভাংচুর করে।
দিনাজপুর : দিনাজপুর শহরের 4টি পয়েন্টে 14 দলের নেতাকমর্ীরা দ্বিতীয় দিনের মতো অবরোধ সৃষ্টি করায় দিনাজপুরের 52টি র"টে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে যোগাযোগ বি"িছন্ন হয়ে রয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনে 1টি ট্রেনসহ পার্বতীপুরে মফিজুল ইসলাম প্রামানিক ও ইউপি চেয়ারম্যান নূর হোসেন রাজার নেতৃত্বে জংশনে অবরোধ গড়ে তোলায় 2টি ট্রেন অবরোধকারীরা আটক করে রেখেছে। বোচাগঞ্জে অবরোধকারীরা চৌরাস-ার মোড়ে অবরোধ সৃষ্টি করে রাখে এবং একটি লাল পতাকাবাহী মাইক্রোবাস ভাংচুর করে। বিরলে কাঞ্চন ব্রিজের কাছে অবরোধ চলাকালে দুটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর এবং ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে অবরোধকারীরা একটি টেম্পো ভাংচুর করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।