- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
বলিভিয়ার রাজধানী লাপাজে খেলা চলছিলো। মাঠের ওপরে আকাশে উড়ে বেড়াচ্ছে অসংখ্য ঈগল। এটা তো নিত্যনৈমিত্তিক দৃশ্য; কেউ অবাক হলো না। আর কে না জানে, লাপাজ শহরটি অবস্থিত সমুদ্র-সমতলের অনেক উপরে। তাই তো সেখানে ঈগলের রাজত্ব।
হঠাৎ শাঁ করে নিচে নেমে এলো একখানা ঈগল। দুপায়ের নখরে বলটা খামচে ধরে উড়াল দিলো আকাশে। বিস্ময়ের সীমা রইলো না খেলোয়াড় এবং দর্শকদের। রেফারী অবাক হওয়ায় বিরতি এঁকে নতুন বল দিয়ে খেলা পরিচালনা শুরু করলেন। পুনরাবৃত্তি হলো একই ঘটনার- আরেকখানা ঈগল নেমে এসে নতুন বলটি নিজের আয়ত্ত্বে নিয়ে উড়ে গেলো নাগালের বাইরে।
খেলা স্থগিত রাখতে হলো।
তবে কেউ খুঁজে পায়নি ঈগলদের ম্যাচটি কোথায় হচ্ছিলো। !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।