আমাদের কথা খুঁজে নিন

   

লাঞ্চকেরিয়ার ও ব্রিফকেস হাতেই সচিবালয়ে চলাফেরা করেন হাসান মশহুদ চৌধূরী!

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

যাগাযোগ, জ্বালানি ও খনিজ, খাদ্য ও দুর্যোগ এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সচিবালয়ে অফিস শুরুর পর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধূরীর আচরণগত একটি বিশেষত্ব তার সহকর্মী সকলের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন সকাল সাড়ে 9টার মধ্যেই সচিবালয়ে প্রবেশ করেন হাসান মশহুদ চৌধূরী। এরপর তার দায়িত্বে থাকা সবকটি মন্ত্রণালয়ে ঘুরেফিরে অফিস করেন তিনি। দেখা গেছে, সচিবালয়ে ঢোকার সময় প্রতিদিন উপদেষ্টার এক হাতে থাকে কালো একটি ব্রিফকেস ও আরেক হাতে প্রমাণ সাইজের একটি লাঞ্চকেরিয়ার।

মজার বিষয়টি হলো, গাড়ি থেকে নেমে নিজের অফিসে যাওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ে আসা-যাওয়ার সময় ব্রিফকেস ও লাঞ্চকেরিয়ার সবসময় নিজের সঙ্গেই বহন করেন তিনি। যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে অফিস শুরুর প্রথম দিন তার হাত থেকে লাঞ্চকেরিয়ার ও ব্রিফকেস দুটি নিতে গিয়ে প্রত্যাখ্যাত হন হাসান মশহুদ চৌধূরীর ব্যক্তিগত এক কর্মচারী। এসময় উপস্থিত সহকর্মীদের উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত জিনিসপত্র তিনি নিজেই বহন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকের মতে, এটি মূলত তার আত্দসম্মানবোধের পরিচয়। তবে বেখাপ্পা লাগলেও লাঞ্চকেরিয়ার ও ব্রিফকেসের মতো ওজনে বেশ ভারি দুটি জিনিস সবসময় সঙ্গে নিয়ে চলাফেরা সম্পর্কে তার এক সহকর্মীর মনত্দব্য, পেশাদার কোনো জেনারেল তার লাঞ্চকেরিয়ার বা ব্রিফকেসের মতো স্পর্শকাতর দুটি জিনিস কখনো হাতছাড়া করতে পারেন না।

এটি শুধু তার সতর্কতা নয়, পুরোপুরি পেশাদারি মনোভাব। উপদেষ্টা হলেও ভুললে চলবে না যে, কিছুকাল আগেও তিনি ছিলেন চৌকস এক সেনাপ্রধান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।