পরিবর্তনের জন্য লেখালেখি
কিছুই লিখতে মন চায় না, কলম তবু
নিশপিশিয়ে উঠছে দেখো , হচ্ছে উবু
বলছে ডেকে , " এই যে ইমন , এমন ধারা
অকৃ্তজ্ঞ হইছো কেন ? " হুঁ , ভ্যানতারা !
" আরে বাবা! তাকে একটু থ্যাংক্স দেবে না?
ভালোবাসার একটু খানি চ্যান্স নেবে না! "
"ধ্যাত্তেরিকা ! অই টাই তো ভয় খাচ্ছি !
কি সব আবার বসবে ভেবে টের পাচ্ছি!"
কথা বলায় কৃ্তজ্ঞ তো , বলেছি তা
আবার কেন কাব্য করে জুড়বো নাতা?
জ্বালিও নাত! মনটা কিন্তু এখনো ভার !
উটকো বিষয় ভাব্ব , কোথায় সময় আমার?
"সে যে তোমায় সময় দিলো দুই ঘন্টা !
তারপর ও ক্যান কেঁদে ভাসাও এই মনটা ?"
কষ্ট আমার তাহার সাথে নয়ত জোড়া
বুঝবি না তুই ? তুই কি আপন না? মুখপোড়া !
কথায় কথায় কেরফা করে বাধিস জোরে
খালাসি গিঁট , খুলবো আমি কেমন করে?
সে তো আমার এস এম এস এর দেয় না জবাব,
তাহার সময় , ধরনীতে বড়ই অভাব !
লিখলে ই মেইল, ভাব করেছে , "পাইনি তো, কই?"
থাক না এসব। চায় না যখন ! নিরবই সই ।
আমার কথা তাহার মনেও আছি জানি
কাঁদবে। যখন পড়বে মনে গানের বানী!
বর্ষা আমার একলা বুকে সাগর খুঁড়ে
ভরবে, যেদিন খুঁজবে আমায় অন্তঃপুরে!
ঘুণ পোকারা তাহার পেটের সিথান পাশে
ভ্রুণ ফোটাবে, সেও যে আমায় ভালবাসে !!!
ঢাকা
৮/ ১১/ ২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।