http://nilkhota.blogspot.com/
মান্যবর মুখফোড়
ছাগল মানুষের দেয়া নাম। মানুষও মানুষের দেয়া নাম। মানুষের নাম ছাগল হতে পারতো , আবার ছাগলের নাম হতে পারতো মানুষ! ছাগলকে ছাগল বললে সমস্যা নাই। কিন্তু মানুষকে ছাগল বললেই সমস্যা! ছাগলের সাথে অনেক মিলই হয়তো আছে মানুষের! তারপরও সমস্যা!
মুখফোড় মহাশয় সালাম নিবেন। আপনার আমন্তনে সাড়া না দিয়ে পারলাম না।
ছাগল দিবসে ছাগল নিয়ে লিখতে বসে গেলাম। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি_ ভুল হলে মার্জনা করবেন। উলটা- পালটা কথা বলে আমি আমি আপনার কৃপা দৃস্টি হারাতে চাইনা। চাইনা বলেই ভয়ে ভয়ে লিখতে বসেছি...।
কথা হচ্ছিল ছাগল নিয়ে।
তার মধ্যে আমাদের আরেক ব্লগার ত্রিভুজের নাম এসে গেছে। এসে যাচ্ছে!
কেন? _ সেই গবেষনা করতে মন চাইছে না। আর ব্লগে আমি তেমন পুরনো আর নিয়মিতও নই। অনেক কিছুই এড়িয়ে যায় আমার চোখে। তবে বিশেষ ঘটনাগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে চাই না ।
চাইনা বলেই ত্রিভুজের আস্তিক আর নাস্তিক বিষয়ক পোস্টগুলো দেখেছি! কেন জানি বিষয়গুলোকে বেশ হাস্যকর মনে হয়েছে। এর বেশি কিছু নয়। কারন কে আস্তিক আর কে নাস্তিক সেটার সার্টিফিকেট দেয়ার মতো কেউ নই আমরা। যার যার বিশ্বাস তার কাছে! সেই বিশ্বাস যতো অন্ধ আর মুক্ত হোক তাতে আমাদের কি?
জীবন তো একটাই! সেখানে নিজের মতো সবাই তার পৃথীবি গড়ূক। এখানে হুট করে কাউকে নাস্তিকের সার্টিফিকেট দেয়ার আমি টা কে? আমি থাকবো আমার বিশ্বাস নিয়ে।
আপনি আপনারটা।
কিছুদিন আগে 25 ছোয়া ত্রিভুজ হয়তো আরো কিছু বসন্তের দেখা পেলে এসব বুঝবেন! আশা করছি বুঝবেনই।
এবার বিনীত শ্রদ্ধা নিয়ে একটা কথা বলি_ শ্রদ্ধেয় মূখফোড় আপনি যা করছেন সেটাও আমার কাছে হাস্যকর মনে হচ্ছে! সাথে একটা দুঃখবোধও ছড়িয়ে যাচ্ছে নিজের মধ্যে। আপনি তো পরিনত। বিচক্ষন।
বুদ্ধিমান। জ্ঞানী। মুক্ত মনের অসাধারন একজন মানুষ। সাথে লেখেনও দুদর্ান্ত। আপনি কেন এমন ছেলে মানুষিতে নিজেকে জড়াবেন? কেন ওই আস্তিক _ নাস্তি ক প্রসঙটার মতোই ছাগল- মানুষ বলে নিজেদের মধ্যেই একটা দেয়াল দাড় করিয়ে দেবেন?
নাস্তিক প্রসঙটা বাদে ত্রিভুজের অন্য পোস্টগুলো আমি দেখেছি।
খারাপ কিছু মনে হয়নি। আমাদের মহান মুক্তিযুদ্ব নিয়ে তিনি কোন বাজে মন্তব্য করেছেন দেখিনি। রাজাকারদের হয়ে সাফাই গেয়েছেন এমনটাও দেখিনি।
ত্রিভুজের ভিতরে গতিটা দেখেছি। অনেক সময় বুঝে না বুঝে তার পাগলামিটাও দেখেছি।
এটার পজেটিভ- নেগেটিভ দুটো কিই আছে।
কোন ত্বাত্তিক জ্ঞান আমার নাই। তবে এটুকু বুঝি কেউ ভুল করলে তার ভুল না ধরিয়ে দিয়ে সেটা নিয়ে হাস্যরস করলে জল ঘোলা হয়। উল্টো ভুল করা মানুষগুলো চলে যায় আরো ভুল পথে। এখন তো তাই হতে চলছে।
ছাগল দিবসে কাদা ছুড়াছুড়ি জমে উঠছে!
এসব দেখে কেন জানি খুব খারাপ লাগছে। প্রভিবানদের এই আকালের যুগে প্রতিভার এতো অপচয় দেখতে ভাল লাগে বলুন? লাগেনা বলেই কষ্ট পাচ্ছি!
অনেক দিন পর খুব সিরিয়াস কিছু কথা বললাম। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকদের মতো বেশ বিব্রত বোধ করছি।
আমি জানি, বুঝতে পারি মুখফোড় নামের আড়ালে রয়েছেন একজন অসাধারন মানুষ। যাকে মানায় মানবতার সব মিছিলে।
সব সরিয়ে ছোট অনুরোধ _ আলোর পথটা দেখান। ভুল হলে ক্ষমা করবেন।
ভাল থাকবেন। যতোটা ভালো থাকা যায়। আপনার সুস্থআর দীর্ঘ জীবন কামনা করছি ।
ছোট্ট জীবনটা উপভোগ করুন....
ইতি আপনার গুনমুগ্ধ
আপন তারিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।