আমাদের কথা খুঁজে নিন

   

নপুংসকদের জন্য পৃথক টয়লেট!

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ইতালিতে নপুসংকদের জন্য পৃথক টয়লেট স্থাপনের জোর দাবি ওঠেছে। আর এমন অদ্ভুত দাবি তুলেছেন সে দেশের সাবেক প্রধানমন্ত্রী সিলভিউ বার্লোসকোনির দলের মুখপাত্র এলিসাবেত্তা গারদিনি। এমন খবর পড়ে মনে হতে পারে, এতো কিছু রেখে এলিসাবেত্তা হঠাৎ করে নপুংসক দরদী হয়ে ওঠলেন কেন? কারণ, গত শুক্রবার সংসদ অধিবেশনের বিরতির সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। একটু ফ্রেশ হবার জন্য মেয়েদের জন্য নির্ধারিত টয়লেটে গিয়ে সাক্ষাৎ হয় নপুংসক সাংসদ ভ্লাদিমির লাক্সিরিয়ার সঙ্গে।

আর এখানেই ঘটে বিপত্তিটা। মেয়েদের টয়লেটে এই নপুংসক সাংসদকে দেখে তিনি খুবই ভয় পেয়ে যান। ভ্লাদিমির কেন মেয়েদের টয়লেটে এসেছেন, তা নিয়ে তার সঙ্গে তর্ক-বিবাদে জড়িয়ে পড়েন। তাদের দুইজনের বিবাদ সংসদ অধিবেশন কক্ষ পর্যনত্দ গড়ায়। এলিসাবেত্তা তখন এসব নপুংসকদের জন্য আলাদা টয়লেট স্থাপনের দাবি জানান।

তবে ভ্লাদিমির ও ইতালির মানবাধিকার সংস্থাগুলো এলিসাবেত্তার এমন দাবি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, 40 বছর বয়সী সমকামী অধিকার আন্দোলনের কর্মী নপুংসক ভ্লাদিমির সংসদে কমিউনিস্ট রিফাউন্ডেশনের সাংসদ। তিনি সবসময় মেয়েদের পোশাক পরিধান করেন এবং এখনো পর্যনত্দ লিঙ্গ পরিবর্তনের কোনো অস্ত্রপচার করেননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।