মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
সারা দেশে যুদ্ধাবস্থা, আধা ডজন এর উপর লোক মারা গে ল। এর দায়িত্ব কার?
আমার নিজের বাবা আইনজীবি হওয়ার কারণে এই পেশার প্রতি আমার বরাবরের শ্রদ্ধা। এদেরকে কাছ থেকে দেখবার কারণে এটাও জানি, বছরের পর বছর বিশাল এবং সুমহান দায়িত্ববোধের কারণে বিচারপতিরা যখন চেয়ারে বসেন তখন নিজের দলীয় অবস্থান ভুলে যান। তাদের কাছে , দায়িত্ব অনেক বড় হয়ে দাঁড়ায়, নিজের পছন্দের দলের চেয়েও।
বিচারপতি কে এম হাসান জানতেন তিনি উপদেষ্টা হলে রক্তারক্তি হবে এর পরও তিনি '' অসম্মতি '' জানানোর জন্য হাফ ডজন লোকের কুরবানীর প্রয়োজন বোধ করলেন।
তীব্র ঘৃণা এবং বিবমিষা বোধ এই মানুষটির প্রতি হচ্ছে। সেই সাথে আমাদের দুই লোভী এবং স্র্বাথপর দুই নেত্রী যারা আপন অহমিকায় ভুগছেন র্বাধক্যের শেষসীমায় এসেও।
এর আগেও অনেকে প্রধান উপদেষ্টা হয়েছে এবং এদের সবারই রাজনৈতিক প্লাটফরম দিনের মত পরিষ্কার। কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন চেয়ারের প্রতি সম্মান এবং যথাযোগ্য র্মযাদায়। কোন রাজনৈতিক দলের র্কমী র ভূমিকা পালন করেননি।
এখ ন ফায়েজী'র মত পরীক্ষা ফেল আইনজীবি বিচারপতি হচ্ছে। আজ থেকে বিশ বছর বাদে এই ইতর হবে প্রধান উপদেষ্টা। তখন হয়তো 200 জান কুরবানী লাগবে সেই ইতরের মুখ থেকে ' অসম্মতি ' শুনতে।
আমাদের চিন্তার ঘোড়ার খুরের নাল ক্ষয়ে গেছে, ভোট কাকে দেবেন সিদ্ধান্ত নেবার সময় এটাই সময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।