আমাদের কথা খুঁজে নিন

   

(রাগুদিদি ও অন্যান্যরা ঃ) হ রক্ত দিমু, তয় দেশের জন্য। কোন দলের স্বার্থে নয়। কিন্তু কোথায় সে পথ যেখানে দিলে দেশের স্বার্থ দেখবে সময়, ব্যাক্তিবা দলের স্বার্থ নয়।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

................................................ রাতে শঙ্কা যুক্ত হাইওয়ে দিয়ে কোন মতে সৌদিয়ার ভীড়বাসে একটা সিটে জড়সড় হয়ে বসে আসছিলাম ঢাকায়। শুধু আমার নয় বাসের প্রতিটি প্রাণীর মনে এক ভীষন শঙ্কা কাজ করছিল ঃ রাস্তার কোথায় ওত পেতে আছে বিপদ , কোথায় জানি কানে আসে জ্বালাও পোড়াও ...। চিটাগাং এর ভেতর দিয়ে আসার সময় তো কয়েকজন ক্ষ্যাপেই গেল ড্রাইভারের উপর এক খানে কিছুক্ষণ দেরী করায় । সকালে আলো ওঠার আগে ঢাকায় ঢুকতে হবে না। সরকারবিহীন দেশ ...স্বাধীনতাতো ওতটুকুই আমাদের নিরীহ জনগনের মনে মনে শঙ্কা দুভোর্গ আর বিপদ নিয়ে ভাবনা নিজের সাধ মিটিয়ে।

বাস্তবতায় স্বাধীনতা কই । যাক ফাঁকা রাস্তায় গোলটা দিতে পারলাম। পৌছালাম সাত ভোরে বাসায়। ( ঈদের দিন রাতে চলে যেতে হয়েছিল তাই এই সপ্তাহে কদিন ছুটি নিয়েছি আসলে)। এই দেখেন কতগুলো আজাইরা প্যাচাল পাড়ললাম।

আসলে সকালে বাসায় এসে সেই ঢুলু ঢুলু চোখ নিয়ে ব্লগে চোখে পড়ল রাগু দিদির "[link|http://www.somewhereinblog.net/valobashablog/post/22448#comment|mgq i

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।