আমাদের কথা খুঁজে নিন

   

বঙদেশে শান্তি পুরুষ্কার ! আহা.. !! কি শান্তি আকাশে বাতাসে

মুক্ত করো ভয়, সত্য পথে জীবন গড়ো, নিজেরে করো জয় ।

যে যাহাই বলুন, বঙদেশে জন্মিয়া অধ্যবধি যে অভিজ্ঞতা লাভ করিয়াছি তাহা এক কথায় অনবদ্য,অভূতপূর্ব । পৃথিবীর অন্য প্রান্তে জন্ম নিলে এমন অভিজ্ঞতা সমৃদ্ধ মানুষ হওয়ার বিরল সুযোগ ভাগ্যে জুটিতনা । আজকাল আমাদের হরহামেশাই নতুন নতুন অভিজ্ঞতা হইতেছে । তবে এইসব অভিজ্ঞতা আমরা ইচ্ছা করিয়া অর্জন করিতেছি বলিয়া দাবী করিলে ভুল বলা হইবে ; অনেকটা বাদ্য হইয়াই হাসিল করিতেছি ।

চুরি,ডাকাতি,রাহাজানী,সন্ত্রাস,দুর্ণীতি ,রাজনৈতিক নেতাদের ধাপপাবাজী এইসব আমাদের নিত্যদিনের অভিজ্ঞতা । যাক ঃ অন্য কথায় আসি, 2001-2003 সাল পর্যন্ত দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে কৃতিত্ব অর্জন করিয়া ছিলাম সম্প্রতি ডঃ ইউনুস মিয়ার নোবেল শান্তি পুরুস্কার তাহা ম্লান করিয়া দিল । তাহা লইয়া দেশের বেকুব জনসাধারণ আহ্লাদে ভাসিলেও দেশের অনেক গন্য-মান্য বুদ্ধিজীবিদের ভাবাইয়া তুলিয়াছে । ঈর্ষাপরায়নতা বাঙালীর চিরকালের অভ্যাস হইলেও বাঙালী বুদ্ধিজীবিদের সমালোচনার বহর দেখিয়া অন্য কিছু মনে করিবেননা । বরং মুখ বন্ধ করিয়া আপনার অভিজ্ঞতার ঝুলিকে আরো সমৃদ্ধ করিতে থাকুন ।

আমাদের এই সোনার বাংলাদেশে ( ! ) অনেক ঘটনাই তো ঘটিতেছে । এইসব জানুন,শিখুন,সাহস নিজেও অংশগ্রহন করুন । বঙদেশে শান্তি পুরুষ্কার ! তাই বলিয়া অবাক হওয়ার কোন কারণ নাই । শান্তির জন্য এদিক সেদিক ছুটাছুটি করেও ফায়দা নাই, এমনকি শান্তি নগররের অলিতে-গলিতে হারিকেন দিয়ে খুঁজিলেও শান্তির দর্শন লাভে ব্যর্থ হইবেন । ইহা কী গাছের ফল,আম-জাম,কাঠাল ? তাহার জন্য ক্রিটিক্যাল দৃষ্টিভংগী অবশ্যই প্রয়োজনীয় ।

একটা গল্প বলি ঃ এক রাজা তাহার রাজ্যে সুখি মানুষের খোঁজে বাহির হইয়া এক পর্যায়ে উপলব্ধি করিলেন যে, আসলে কেহই সুখী নয় । হতাশ রাজা বাহাদুর একদা দেখিতে পাইলেন,এক লোক খালি গায়ে গান গাহিতে গাহিতে যাইতেছে । রাজা কহিলেন''তুমি যে গান করছো তুমি কী সুখী ?'' ঃ ''জী মহারাজ আমি সুখী । '' রাজা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন''তা কী করে হয় ! এত মানুষ এত টাকা, এত পয়সা করার পরও সুখী নয়, আর তোমার তো সামান্য জামাও নেই । তুমি কী করে সুখী হও ?'' সেই সুখী মানুষ হাসিয়া-হাসিয়া জবাব দিল ''মহারাজ, আমার কিছুই নেই দেখে আমি সুখী ।

'' একটু চিন্তা করিয়া দেখুন তো আমরা শান্তিতে নোবেল পাইয়াছি, ন্যায্য ভাবেই পাইয়াছি । কারণ জগতে সুখী মানুষরাই শান্তিতে থাকে । সুখ আর শান্তি আপন ভাই ভাই । সুখী মানুষ হওয়া প্রথম শর্তই হইল কিছুই না থাকা । আর আমাদের তো সত্যিই কিছু নাই ।

হূ হূ করিয়া দ্রব্যমূল্য বাড়িলেও মানুষের জীবনে দাম নাই । সন্ত্রাস-চাঁদাবাজী,চাপাবাজী,বোমাবাজী বাড়িলেও মানুষে মানুষে শ্রদ্ধাবোধ নাই । পানি,বিদ্যুৎ সহ প্রতিটি সেক্টর ঠিকই আছে কিন্ত এই সব দেখিবার কেহ নাই । রাজনৈতিক নেতাদের ধাপপাবাজী,দলাদলি,গোলাগুলি,চুলাচুলি আগের মত থাকিলেও দেশের উন্নয়ন নাই । মঞ্চের জীবন্ত দেব-দেবীর আহবানে আমরা অকাতরে জীবন উৎসর্গ করিতে পারি,তাহার মানে মরণ-বাঁচনের বুদ্ধিও নাই ।

সবই তো 'নাই নাই' ইহার পরও কী আমরা নিদ্্বর্িধায় বলিতে পারিবনা যে, আমরাই সুখী মানুষ ? আর এতগুলো সুখী মানুষ যে দেশে বাস করিতেছে সেই দেশকে শান্তি পুরুষ্কার দিলে কী এমন অপরাধ হইবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.