আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিকোড বাংলা লিখছি এক্সটারনাল কোন প্রোগ্রাম ছাড়া

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ভাবতে পারেন বাংলায় লিখছি মাইক্রোসফট ওয়ার্ডে এক্সটারনাল কোন প্রোগ্রাম ছাড়া? আমার তো দারুন আনন্দ হচ্ছে। এই আনন্দে প্রথমে বিজয় আনইনস্টল করলাম, তারপর অভ্র। বেচারারা এত শক্ত ঘাঁটি গেড়েছিল বিভিন্ন খানাখন্দে যে আমার অনেক বেগ পোহাতে হল, সুদীর্ঘ ১০ বছর যাবত ওয়ার্ডের সাথে গ্রোথ্থিত ছিল, এখন আমার লেখার খাতা ঝাড়া হাত পা। আমার উইন্ডোজটিকে ইউনিকোড কমপেটিয়েবল করতে এস এম মাহবুব মুশের্দকে পুরো কৃতিত্ব দিচ্ছি। তিনি হাতেকলমে দেখিয়ে দিয়েছেন, যারজন্য এ লেখাটা এখন ওয়ার্ডে কোন প্রোগ্রামের সাহায্য ছাড়াই লিখতে পারছি।

বিজয়ে যারা অভ্যস্ত তারা অনায়েসে এখানে প্রায় একই লেআউটের ইউনিজয় পেয়ে যাবেন। পার্থক্য হচ্ছে এ-কার, ই-কার, ও-কার, ঔ-কার, আপনাকে অক্ষর লিখে পড়ে চাপতে হবে, ও লিখতে আপনাকে রাইট অলটার চেপে ও বাটনটা চাপতে হবে। এসব আত্মস্থ করা খুব কঠিন কিছু নয়। (তবে কিছু সমস্যা তারপরেও থেকে যায়, যেমন রেফ। আমার এ লেখাতে খেয়াল করলে দেখবেন রেফ অক্ষরেরর আগে চলে গেছে।

আ এর পরে য-ফলা লিখতে পারবেন না। তবে এর জন্য সমাধান আছে। ইউএসপি১০ নামের ইউন্ডোজ এর একটা ডিএলএল ফাইল আপডেট করে নিলে সমাধান হবে বলে পরামর্শ দিয়েছে অমিক্রনল্যাবের চিফ এক্সিকিউটিভ অফিসার মিঃ মেহদী হাসান। তবে আমার সমস্যা হচ্ছে এটাকে রিপ্লেস করতে গেলে মেসেজ আসে এই বলে যে প্রোগ্রামটি অন্য কেউ ব্যবহার করছে। ) - উপরোক্ত আমার ধারণাটা ঠিক নয়, কমেন্টের ঘরে এস এম মাহবুব মুর্শেদের বক্তব্য পড়লেই বুঝতে পারবেন।

ফায়ার বক্স ব্যবহার করায় এখন আর কমেন্টের ঘরে চৌকা চৌকা দেখছি না। তবে লিখতে গেলে একটা প্যাচানো ফন্ট দেখা যাচ্ছে যা আমি পরিবতর্ন করতে চাচ্ছি। কিন্তু কিভাবে? (এর সমাধানও পেয়ে গেছি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।