আমাদের কথা খুঁজে নিন

   

অসত্দিত্বহীন 6 গ্রামের সাড়ে 3 হাজার ভোটার হালনাগাদ তালিকায়

'... আমাদের আশার কোনো পরকাল নাই'

রাজশাহীর পবা উপজেলার দুই ইউনিয়নের চরাঞ্চলে 6টি গ্রাম নদী ভাঙনে পদ্মার বুকে বিলীন হলেও সেই গ্রামগুলোর প্রায় সাড়ে 3 হাজার ভোটার বহাল তবিয়তে হালনাগাদ তালিকায় স্থান পেয়েছে। হরিপুর ও হরিয়ান ইউনিয়নের এই গ্রামগুলোর সবাই অন্যত্র বসতি করলেও কারো নামই হালনাগাদ তালিকায় কর্তন করা হয়নি। এমনকি নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া ওই 6টি গ্রামের নামও ভোটার তালিকায় রয়েছে এখনো। চরাঞ্চলে সরেজমিন ঘুরে দেখা গেছে, যেসব ভোটারের নাম বিলীন হয়ে যাওয়া গ্রামে রয়েছে সেইসব ভোটারই আবার নতুন করে যেখানে বসতি গড়েছেন সেখানেও তাদের নাম ভোটার তালিকায় স্থান পেয়েছে। রাজশাহীর পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন ... বিস্তারিত পড়ুন : [লিংক=যঃঃঢ়://ংযরনষববহড়সধহ.পড়স/?ঢ়ধমবথরফ=17][/লিংক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।