মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............
গতকাল আমার এক আত্মীয়'র কাছে এই সিগারেটের প্যাকেটের দিকে তাকাতেই নজরে পড়লো লেখাটি । তখনই ওয়েবক্যাম দিয়ে ছবি তুলেনিলাম( এজন্য রেজুলেশন ভালোনা) এতদিন প্যাকেটগুলোয় যেই " ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর " লেখা থাকতো তা দেখতে হলে চশমা দিয়ে দেখা লাগতো । এটা দেখে মনেহল উন্নতি হয়েছে তাহলে । 5 ফুট দূরত্ব থেকেও দেখা যাবে । আর লেখাটা দেখেছেন "স্বাস্থের জন্য ক্ষতিকর" নয় দিয়েছে "ধুমপান মৃত্যু ঘটায়"
ভালই (ক্লোজআপহাসি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।